মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদ
ব্যবস্থা নেওয়ার জন্য মুসলিম বিশ্বের প্রতি -রওশন এরশাদের আহবান
Published : Wednesday, 5 July, 2023 at 6:00 AM, Count : 186

বর্তমান প্রতিবেদক: সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি -এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে রওশন এরশাদ বলেন, মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন পুড়িয়ে ফেলা আমাদের জন্য চরম অসম্মানজনক ও উস্কানিমুলক। এই ঘটনা বিশে^র সকল মুসলমানদের অন্তরে চরম আঘাত হেনেছে। তিনি বলেন, এই ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানাবার ভাষাও আমার নেই। যারা এই অপর্কম করেছে তাদের মধ্যে সভ্যতার লেশ মাত্র নেই। তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বিভিন্ন দেশে মুসলমানদের উপর অত্যাচার ও নিপীড়ন চালানো হচ্ছে। মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তারই ধারাবাহিকতার বহিঃপ্রকাশ সুইডেনে পবিত্র কোরআন পোড়ানো। বিরোধী দলীয় নেতা কোরআন অবমাননাকারী জঘন্যপাপী সালওয়া মমিকে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়ে জাতিসংঘ, ওআইসি এবং মুসলিম বিশ্বের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আহবান জানান।

অতি সম্প্রতি ফিলিস্তিনির পশ্চিমতীরের জেনিন শহরে ড্রোন হামলার পাশাপাশি বড়ধরনের বর্বরোচিত সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। এটাই ছিল বিগত ২০ বছরের মধ্যে সবচেয়ে বড় ধরনের নিষ্ঠুরতম হামলা। এতে কমপক্ষেষ ৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে শত শত। বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি ফিলিস্তিনির উপর হামলা, নিপিড়ন ও নির্যাতন বন্ধের আহবান জানান।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft