সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ ৭ পৌষ ১৪৩১
গণসংযোগে আনোয়ারুজ্জামান নির্বাচিত হলে সিলেটে ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বৃদ্ধি হবে
Published : Monday, 12 June, 2023 at 6:00 AM, Count : 259

সাজলু লস্কর, সিলেট ব্যুরো চিফ: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীনত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেটে ব্যবসায়ীদের সব অসুবিধা দূর করার পাশাপাশি তাদের সুযোগ সুবিধা আরও বাড়ানো হবে। নৌকার জয় নিশ্চিত হলে যাবতীয় অশান্তির কারণ দূর করে সবক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবো। আপনাদের সেবক হয়ে কাজ করার সুযোগ চাই। তাই আগামী ২১ জুনের নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিন।

তিনি আজ সোমবার (১২জুন) দুপুর ১২টার দিকে নগরীর দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট এলাকায় এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

সভায় তিনি আরও বলেন, সিলেটের ব্যবসাযীরা নানা সমস্যায় জর্জরিত। তাদের সবগুলো সমস্যা সম্পর্কে আমি অবগত। এ নিয়ে আমি ব্যাপক কাজ করছি। সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের নেতাদের সাথে আলাপ করছি। সমস্যাগুলো জানার পাশাপাশি তা সমাধানের উপায় নিয়েও কাজ করছি। ইনশাল্লাহ, আপনাদের ভালোবাসা পেয়ে নগরভবনে যেতে পারলে সবগুলো সমস্যা অবশ্যই সমাধান করা হবে। আমি আপনাদের ভালোবাসা চাই।


এর আগে ও পরে তিনি বাবনা পয়েন্ট এলাকায় গণসংযোগ করেন। স্থানীয় ব্যবসায়ী পথচারী ও অধিবাসীদের সঙ্গে একান্ত কথা বলেন ও লিফলেট বিতরণ করেন।

এসময় ব্যবসায়ীরা ও শ্রমিক নেতারা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে খোলামেলা কথা বলেন। তারা জলাবদ্ধতা, সিটি করপোরেশনের ট্যাক্স হ্রাসকরণ বিষয়ে তার মনোযোগ আকর্ষণ করেন। তিনি খুব গুরুত্বসহকারে তাদের বক্তব্য শোনেন এবং সবার ভালোবাসায় নৌকা নির্বাচিত হলে আলাপ-আলোচনার ভিত্তিতে এসব সমস্যা সমাধানের আশ্বাবাস দেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সমম জেলা  ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি গোলাম হাদী সয়ফুল, সিলেট জেলা বাস-মিনিবাস - কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজি মইনুল ইসলাম,সিলেট জেলা বাস-মিনিবাস - কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মুহিম, শাহ মোঃ দিলওয়ার,মোঃ দিলু মিয়া আব্দুস সালাম,এছাড়াও বিভিন্ন ইউনিয়নের মালিক - শ্রমিক উপস্থিত ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft