রোববার ২২ ডিসেম্বর ২০২৪ ৬ পৌষ ১৪৩১
মেসির ঘোষণার পরই মিয়ামির টিকিটের দাম বাড়লো ১০৩৪ শতাংশ
Published : Thursday, 8 June, 2023 at 6:00 AM, Count : 210

বর্তমান ডেস্ক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইন্টার মিয়ামিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। নিজের পুরোনা ঠিকানা বার্সেলোনা বা টাকার পাহাড় নিয়ে দাঁড়িয়ে থাকা সৌদি আরবের ক্লাব আল হিলালকে সরিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ইন্টার মিয়ামিতেই যোগ দিচ্ছেন মেসি।

মেসির মিয়ামিতে যোগ দেওয়ার ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেড়ে চলেছে ক্লাবটির অনুসারীর সংখ্যা। একইসঙ্গে বেড়েছে মিয়ামির ম্যাচ টিকিটের দামও। বৃদ্ধি বলতেও অল্পস্বল্প নয়, একে লাফে ১০৩৪ শতাংশ বেড়ে গেছে মিয়ামির ম্যাচের টিকিটের দাম। আগামী ১ জুলাই থেকে ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারবেন মেসি। দলটির হয়ে মেসি প্রথম ম্যাচ খেলতে পারেন ২১ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে।

মিয়ামির ঘরের মাঠের এই ম্যাচের টিকিটের দাম ছিল ২৯ ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৩১৩৩ টাকা। তবে মেসি মিয়ামিতে যাচ্ছেন, এমন ঘোষণা দেওয়ার পরই টিকিটের মূল্য ২৯ ডলার থেকে বেড়ে দাঁড়ায় ৩২৯ ডলারে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৩৫ হাজার ৫৪৪ টাকা।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী নিউইয়র্কের টিকিটের অনলাইন বাজার নিয়ন্ত্রণকারী প্ল্যাটফর্ম টিকপিকের ব্র্যান্ড ম্যানেজার কাইল জর্ন জানিয়েছেন, ‘মেসির মুখ থেকে ইন্টার  মিয়ামিতে যোগ দেওয়ার কথাটা শোনার পর থেকেই ইন্টারৎ মিয়ামির ম্যাচের টিকিটের দাম তাৎক্ষণিকভাবে লাফিয়ে বাড়ছে। তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার মেসি যতবার মিয়ামির হয়ে খেলবে আমরা ততবারই নতুন টিকিট বিক্রির রেকর্ড গড়ব।’

এছাড়াও মিয়ামির হয়ে মেসির প্রথম ম্যাচটি মেজর লিগ সকারের ইতিহাসে সবচেয়ে ব্যইয়বহুল ম্যাচ হতে পারে বলেও জানান তিনি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft