বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ১৪ কার্তিক ১৪৩১
আমাকে পর্ন স্টার শুনতে হয়েছে: সানি লিওন
Published : Thursday, 25 May, 2023 at 6:00 AM, Count : 316

বর্তমান ডেস্ক: বলিউডে এক দশক পার করে ফেলেছেন সানি লিওন। একসময় নীল ছবির দুনিয়া-কাঁপানো সানিকে অভিনেত্রী হিসেবে গ্রহণ করেনি বলিউডের ভেতরের মানুষজনও। ছবির গ্ল্যামার কোশেন্ট বাড়ানো তার কাজ, এমনটা ধারণা অনেকের। এ কথা অজানা নয় সানিরও। পর্ন ছবির দুনিয়া ছেড়ে মূলধারার ছবিতে জায়গা করে নেওয়া সহজ ছিল না। তবে সোজা পথের পথিক সানি লিওন ওরফে করণজিৎ কৌর। সানি অভিনীত ‘কেনেডি’ ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে। বিশ্বের অন্যতম সমাদৃত ফিল্ম ফেস্টিভাল এটি।

অনুরাগ কশ্যপের ছবির অংশ হয়ে উচ্ছ্বসিত সানি। এই ছবিতে তার দেখা মিলেছে ‘নেভার সিন বিফোর’ চরিত্রে। তার চরিত্রের নাম চার্লি।
চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবের মিডনাইট স্ক্রিনিং বিভাগে প্রদর্শিত হয়েছে ‘কেনেডি’।

ছবির প্রিমিয়ারে শ্যাম্পনরঙা থাই-হাই স্লিট পোশাকে নজর কেড়েছেন সানি, অন্যদিকে পরিচালক অনুরাগ কশ্যপের দেখা মিলেছে কালো বন্ধগলা স্যুটে। ‘কেনেডি’ হাউসফুল কানে। তা বড় পাওনা গোটা টিমের জন্য। ফোর্বস ইন্ডিয়ার সঙ্গে একান্ত আলাপচারিতায় সানি জানান, গত কয়েক বছরে মেনস্ট্রিম ছবির জগতে জায়গা করে নেওয়াটা কতটা চ্যালেঞ্জিং ছিল তার কাছে। বহু সমালোচনা, কটূক্তি শুনেছেন তিনি- সে কথাও বলেন রইসের ‘লায়লা’।

সানি বলেন, ‘আমি বিশ্বাস করি কর্মে। অনেক মানুষজন বলেছেন, তুমি এটা পারবে না, তুমি এটার যোগ্য নও। এমনও বলছে, তুমি সানি লিওন, একটা পর্ন স্টার। তুমি শুধুই ছবিতে গ্ল্যামার বাড়াতে পারো। এসব কথা আমি বছরের পর বছর ধরে শুনে আসছি। কিন্তু এবার আর লোকজন সেটা বলতে পারবে না। কেউ বলতে পারবে না আমার অতীতের জন্য আমি এই ছবিতে কাজ পেয়েছি, কিংবা এই ছবিতে শুধুই গ্ল্যামার বাড়িয়েছি।’ যদিও সব সমালোচনা-কটূক্তি হজম করে এগিয়ে যাওয়ার নামই জীবন, তা উপলব্ধি করেছেন সানি। কিন্তু নায়িকার কথায়, ‘এই কথাগুলো আমাকে কষ্ট দেয়, প্রভাবিত করে কিন্তু এন্টারটেনার হিসেবে সেই আবেগ আমি বাইরে আনতে পারি না।’

এই ছবিতে অনিদ্রা রোগে ভোগা এক প্রাক্তন পুলিশ অফিসারের গল্প উঠে এসেছে। দুনিয়ার চোখে বহুদিন আগেই মৃত তিনি, তবে দুর্নীতিগ্রস্ত সমাজব্যবস্থার বিরুদ্ধে অগোচরেই লড়াই চালাচ্ছেন তিনি। সানি ছাড়াও ছবিতে দেখা মিলেছে রাহুল ভাটের।

বিগ বসের মঞ্চে ভারতীয় জনতার সামনে আত্মপ্রকাশ সানির। এই শো আমজনতার সঙ্গে নায়িকার সেতুবন্ধ করতে সফল হয়েছিল। পরে ‘জিসম ২’ ছবির মাধ্যমে বলিউড সফর শুরু করেন সানি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft