শিরোনাম: |
নিয়ন্ত্রণে চট্টগ্রামের আগুন, রেল চলাচল স্বাভাবিক
|
বর্তমান প্রতিবেদক: চট্টগ্রামে টায়ারের গুদামে লাগা আগুন সোয়া দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের দেওয়ানহাটে পরিত্যক্ত টায়ারের গুদামে আগুন লাগে। রেললাইনের পাশে এই অগ্নিকাণ্ডের কারণে ট্রেন চলাচলও বন্ধ হয়ে পড়ে। বেলা পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। চট্টগ্রাম রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার আগে এই আগুন লাগে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার জাফর আলম গণমাধ্যামকে বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। ঢাকা থেকে আসা বিরতিহীন ট্রেন সোনার বাংলা দেওয়ানহাটে আগুনের কারণে নগরের পলোগ্রাউন্ড এলাকায় আটকে ছিল। ট্রেনটি এখন স্টেশনে এসেছে। এ ছাড়া মার্শালিং ইয়ার্ডে থাকা ট্রেনগুলোও স্টেশনে আসছে। এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপপরিচালক আবদুল হালিম গণমাধ্যামকে বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষ। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে টায়ারের গুদামে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে পৌনে ১টার দিকে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সোয়া দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়। রেলওয়ে সূত্রে জানা যায়, ওই সময় আগুনের কারণে আজ সকালে ঢাকা থেকে আসা সোনার বাংলা নির্ধারিত সময়ে চট্টগ্রাম রেলস্টেশনে ঢুকতে পারেনি। এ ছাড়া মার্শাল ইয়ার্ডে বিজয় ও মহানগর এক্সপ্রেস ট্রেনও আটকা পড়েছিল। এ ছাড়া আগুনে কালো ধোঁয়ার কু-লীতে আচ্ছন্ন আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তার পাশে বেশ কয়েকটি বস্তিঘর ছিল। ছিল আশপাশের বসত বাড়ির পাশাপাশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। |