শিরোনাম: |
নারকেলের পায়েস রেসিপি
|
বর্তমান ডেস্ক: অল্প কয়েকটি উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে ফেলুন নারকেলের পায়েস। ইফতারে রাখতে পারেন এই পদটি।
প্রণালি: প্রথমে সসপ্যানে তরল দুধ জ্বাল দিয়ে নিন। এর মধ্যে পোলাওয়ের চাল দিয়ে নাড়তে থাকুন। তারপর এলাচ, দারুচিনি ও লবণ দিয়ে দিন। ঘন ঘন নাড়তে থাকুন। পোলাওয়ের চাল সিদ্ধ হলে কোড়ানো নারকেল দিয়ে ভালোভাবে মেশান। এরপর চিনি ও সবশেষে কিসমিস দিয়ে পরিবেশন করুন মজাদার নারকেলের পায়েস। |