শিরোনাম: |
অধিনায়কের নাম ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স
|
বর্তমান ডেস্ক: গত মৌসুমের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব দিয়েছিলেন শ্রেয়াস আইয়ার। অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্ট ম্যাচে ইনজুরিতে পড়েন আইয়ার। ইনজুরি গুরুত্বর হওয়ায় লম্বা সময় মাঠে বাইরে কাঁটাতে হবে এই ব্যাটারকে। এতে বিপাকে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। দলের অধিনায়ক কে হবে, এমন প্রশ্নের উত্তর খুঁজতে অনেকটাই সময় নিয়েছে কেকেআর ম্যানেজম্যান্ট। অনেকের নাম শোনা গেলেও সোমবার নীতিশ রানাকে দলে দ্বায়িত্ব তুলে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
অধিনায়কত্বের তালিকায় অনেকেই ছিলেন। উইন্ডিজ ক্রিকেটার আন্দ্রে রাসেল, বাংলাদেশের সাকিব আল হাসান। সবাইকে টপকে শ্রেয়াস আইয়ারের বদলি অধিনায়ক হিসাবে নীতিশ রানাকে বেছে নিল কলকাতা। নতুন অধিনায়ককে নিয়ে কেকেআর বলেছে, নীতিশের সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে। তাই তার ওপরে দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি ২০১৮ সাল থেকে কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গেই রয়েছেন তিনি। ফলে আশা করা যেতেই পারে যে তিনি এই দায়িত্বটা ভালো করে পারফর্ম করতে পারবেন। |