শিরোনাম: |
আয়ারল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় জয় ফ্রান্সের
|
বর্তমান ডেস্ক: আয়ারল্যান্ডকে হারাতে প্রচণ্ড বেগ পেতে হলো কাতার বিশ্বকাপ রানার্সআপ ফ্রান্সকে। খেলায় নিজেদের ঘর সামলে ফ্রান্সের কঠিন পরীক্ষাই নিলো আইরিশরা। এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারেনি। অনেক চড়াই উতরাই পেরিয়ে ফ্রান্স জয় নিয়ে মাঠ ছাড়ে।
আয়ারল্যান্ডের ডাবলিনের আভিভা স্টেডিয়ামে সোমবার রাতে ১-০ গোলে জিতেছে কোচ দিদিয়ে দেশমের দল ফ্রান্স। একমাত্র গোলটি করেছেন বাঁজামাঁ পাভার্দ। এদিনও আক্রমণাত্মক শুরু করে ফ্রান্স। বল দখলেও একচেটিয়া আধিপত্য রেখে খেলতে থাকে তারা। কিন্তু আইরিশদের জমাট রক্ষণে প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে পারেনি দলটির তারকাসমৃদ্ধ আক্রমণভাগ। প্রায় ৭০ শতাংশ সময় বল দখলে রেখে প্রথমার্ধে গোলের উদ্দেশ্যে ৬টি শট নেয় সফরকারীরা। প্রতিপক্ষ গোলরক্ষককে অবশ্য তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি তারা। প্রতি-আক্রমণ নির্ভর ফুটবল খেলা আয়ারল্যান্ডও পারেনি লক্ষ্যে কোনো শট নিতে। প্রথমার্ধে দারুণ দৃঢ়তায় রক্ষণ আগলে রাখা আয়ারল্যান্ড বিরতির পর করে বসে মারাত্মক ভুল। সেই সুযোগে এগিয়ে যায় ফ্রান্স। স্বাগতিক মিডফিল্ডার জস কালেনের দুর্বল পাস ডি-বক্সের বাইরে নিয়ন্ত্রণে নিয়ে জোরাল শট নেন বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার পাভার্দ। বল ক্রসবারে লেগে জালে জড়ায়। ৬৯ ও ৭৫তম মিনিটে দারুণ দুটি সেভ করে দলকে লড়াইয়ে রাখেন আইরিশ গোলরক্ষক গ্যাভিন বাজুনু। মুসা দিয়াবির শট ফেরানোর পর ২৫ গজ দূর থেকে আদ্রিওঁ রাবিওর জোরাল নিচু শট ঠেকিয়ে দেন তিনি। |