শিরোনাম: |
ইফতারে থাকুক তরমুজের লাড্ডু রেসিপি
|
বর্তমান ডেস্ক: বাজারে এখন তরমুজ পাওয়া যাচ্ছে। এদিকে বৃষ্টি-বাদল হওয়ার পর তরমুজের দামও কিছুটা কম। এই সময়ে ইফতারে তরমুজের বিভিন্ন আইটেম থাকতেই পারে। যদি মিষ্টি কিছু রাখতে চান, তাহলে ঘরেই বানিয়ে ফেলুন তরমুজের লাড্ডু। প্রণালি: প্রথমে তরমুজ কেটে টুকরা করে নিন। এরপরে খোসা কেটে নিতে হবে এবং বীজগুলো বেছে ফেলতে হবে। এবার তরমুজের টুকরাগুলো ভালো করে ব্লেন্ড করে নিন। আলাদা করে পানি মেশাবেন না। এবার চুলায় একটি পাত্র বসিয়ে তাতে ঘি দিন। অল্প আঁচে সেটি গলিয়ে নিন। এর মধ্যে সুজি ঢেলে দিয়ে নাড়তে থাকুন। সুজি ভাজা ভাজা হয়ে হলে নামিয়ে নিতে হবে। এরপরে পাত্র ধুয়ে তরমুজের মিশ্রণ তাতে ঢেলে দিন। কিছুটা গরম হয়ে যাওয়ার পর এতে গুঁড়া দুধ মিশিয়ে দিন। এবার চিনি মিশিয়ে বারবার নাড়তে থাকুন। কিছুক্ষণ জ্বাল দেওয়ার পরে তরমুজের মিশ্রণ ঘন হয়ে এলে এর মধ্যে শুকনা নারকেল মিশিয়ে দিন। আরো কিছুক্ষণ জ্বাল করার পরে এর মধ্যে দিয়ে দিন ভাজা সুজি। ভালো করে নাড়তে থাকুন। একসময় এটি সুজি হালুয়ার মতো হয়ে আসবে। আরো কিছুক্ষণ নাড়তে থাকুন। যখন দেখবেন মিশ্রণটি পাতিলে গা ছেড়ে উঠে আসছে তখন সামান্য ঘি ছড়িয়ে নেড়ে নামিয়ে নিন। তারপরে ঠাণ্ডা করে নিন লাড্ডুর মিশ্রণ। এবার দুই হাতে ঘি মেখে অল্প করে হাতে নিয়ে গোল করে তৈরি করুন লাড্ডু। এরপরে শুকনা নারকেল গুঁড়ায় গড়িয়ে কোট করে নিন লাড্ডু। ব্যাস তৈরি হয়ে গেল তরমুজের লাড্ডু। ইফতারে রাখতে পারেন এই মজাদার রেসিপিটি। |