শিরোনাম: |
অবিশ্বাস্য, শূন্য রানে একাই নিলেন ৭ উইকেট!
|
বর্তমান ডেস্ক: এ যেন রীতিমতো কল্পনাকে হার মানানো অবিশ্বাস্য বোলিং! যে কোনো ধরনের ক্রিকেটেই শূন্য রানে একজন বোলার ৭ উইকেট শিকার করবেন, এটা ভাবা যায়? অসম্ভব মনে হলেও সেই অবিশ্বাস্য কাজটিই করেছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনিল নারাইন। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর (টিঅ্যান্ডটি) পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত ম্যাচটি টিঅ্যান্ডটি ক্রিকেট বোর্ড প্রিমিয়ার ডিভিশন ওয়ানের অন্তর্গত। চার দিনের এই ম্যাচে কুইনস পার্ক ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নামেন নারাইন, প্রতিপক্ষ ছিল ক্লার্ক রোড ইউনাইটেড।
ম্যাচে ৬.৪ ওভার বল করে ৬টিই মেইডেন নিয়েছেন নারাইন। যেখানে শূন্য রান দিয়ে একে একে শিকার করেছেন ৭ উইকেট। ক্লার্ক রোডের শেষ ৭ উইকেট তুলে নেন ডানহাতি এ অফ স্পিনার। এর মধ্যে চারজন আউট হন ক্যাচ দিয়ে, দুজন এলবিডব্লিউ আর একজন বোল্ড। নারাইনের বোলিং ফিগার- ৬.৪-৬-০-৭! শুধু এই ম্যাচেই নয়, গত তিনটি ম্যাচে ৩১টি উইকেট নিয়েছেন তিনি। তার মধ্যে টানা চারটি ম্যাচে ইনিংসে শিকার করেছেন পাঁচ উইকেট। নারিনের বোলিং তোপে মাত্র ৭৬ রানে অল আউট হয়ে যায় ক্লার্ক রোড ইউনাইটেড। |