শিরোনাম: |
চ্যাম্পিয়নস লিগ
গোল উৎসবে মেতে কোয়ার্টার ফাইনালে বেনফিকা
|
বর্তমান ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ক্লাব ব্রুগের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছিল পর্তুগিজ ক্লাব বেনফিকা। ফিরতি লেগে ঘরের মাঠে বেনফিকা আরো ভয়ংকর হয়ে উঠল। মঙ্গলবার রাতে বেলজিয়ামের দলটিকে নিয়ে ছেলেখেলা খেলেছে তারা। ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বেনফিকা। দুই লেগ মিলিয়ে ৭-১ ব্যবধানের বড় জয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল তারা।
বেনফিকার হয়ে জোড়া গোল করেছেন জোয়াও মারিও। তিনি ছুঁয়েছেন ৫৯ বছরের পুরনো রেকর্ডও। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে টানা পাঁচ ম্যাচে গোল করার অনন্য এক রেকর্ড গড়েছেন মারিও। ৫৯ বছর আগে এই কীর্তি গড়েছিলেন পর্তুগালের প্রয়াত কিংবদন্তি স্ট্রাইকার ইউসেবিও। ৩০ বছর বয়সী মারিও ছাড়া জোড়া গোল করেছেন গঞ্জালো রামোস। দিনের অপর ম্যাচে চ্যাম্পিয়নস লিগের শেষ আট নিশ্চিত করেছে ইংলিশ ক্লাব চেলসিও। প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ১-০ গোলে হেরে গিয়েছিল চেলসি। কিন্তু দ্বিতীয় পর্বে ঘরের মাঠে ২-০ ব্যবধানে জিতেছে ইংলিশ ক্লাবটি। ফলে দুই পর্ব মিলিয়ে ডর্টমুন্ডকে (২-১) হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল চেলসি। |