শিরোনাম: |
ছক্কার সংখ্যায় ধোনিকে ছাড়িয়ে গেলেন সাউদি
|
বর্তমান ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ধুঁকছে স্বাগতিক নিউজিল্যান্ড। প্রথম টেস্টে ২৬৭ রানে হারের পর দ্বিতীয় ও শেষ টেস্টেও চাপে রয়েছে কিইউরা। তবে দলের বাজে সময়ে ব্যাট হাতে দারুণ এক কীর্তি গড়ে ফেললেন টিম সাউদি। স্পেশালিস্ট বোলার হয়েও টেস্টে ছক্কা হাঁকানোয় ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ছাড়িয়ে গেলেন তিনি।
ওয়েলিংটনে ইংল্যান্ডের ৪৩৫ রানের জবাবে খেলতে নেমে ২০৯ রানেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেছেন টিম সাউদি। ৪৯ বলের এই ইনিংসে তিনি ছক্কা হাঁকিয়েছেন ৬টি। ফলে টেস্ট ক্রিকেটে ৮২টি ছক্কা হয়ে গেছে কিউই এই পেসারের। ধোনি টেস্ট ক্যারিয়ারে মোট ৭৮টি ছক্কা হাঁকিয়েছিলেন। ৮২টি ছক্কা হাঁকাতে সাউদির ১৩১ ইনিংস লাগলেও ৭৮টি ছক্কা মারতে ধোনির লেগেছিল ১৪৪ ইনিংস। টেস্টে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি অবশ্য ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের দখলে। ৯১ টেস্টে স্টোকসের ছক্কার সংখ্যা ১০৯টি। নিউজিল্যান্ডের হয়ে ১০১টি টেস্ট খেলে ১০৭টি ছক্কা হাঁকিয়েছিলেন ম্যাককালাম। টেস্টে সর্বোচ্চ ছক্কার তালিকায় স্টোকস-ম্যাককালামের পরেই রয়েছেন ক্রিস গেইল (১০০), অ্যাডাম গিলক্রিস্ট (৯৮) ও জ্যাক ক্যালিস (৯৭)। বর্তমান ক্রিকেটারদের মধ্যে স্টোকসের পরই সাউদির অবস্থান। |