শিরোনাম: |
ছেলের বন্ধুর মায়ের প্রেমে মজেছেন নেইমারের বাবা
|
বর্তমান ডেস্ক: ফুটবল বিশ্বে বর্তমানে জনপ্রিয় তারকা ফুটবলার নেইমার জুনিয়র। মাঠে ও মাঠের বাইরে বিভিন্ন কারণে আলোচনায় থাকেন এই ব্রাজিলিয়ান তারকা। এবার বাবার জন্য আলোচনায় নেইমার। নেইমারের বাবা নাকি প্রেমে মজেছেন। সে নিয়েই আলোচনা-সমালোচনার ঝড় বইছে ব্রাজিলে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ক্লারিন’ এবং স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র খবর বলছে, চুটিয়ে প্রেম করছেন নেইমার ডি সিলভা সিনিয়র। তাও আবার নেইমারের এক বন্ধুর মায়ের সাথে। নেইমারের মা নাদিন গনকালভেসের সঙ্গে সাত বছর আগে বিবাহবিচ্ছেদ হয় তার বাবার। গত বৃহস্পতিবার নেইমার সিনিয়রের সঙ্গে একটি উৎসবে এক নারীকে দেখা যায়। আর সেই ছবি নিয়েই ওঠে আলোচনার ঝড়। গত রোববার রিও ডি জেনিরোয় কার্নিভাল সাম্বাদ্রোম মারকুইস দে সাপুকাই অনুষ্ঠানে নেইমারের বাবা এবং ওই নারীকে একসাথে দেখা যায়। ৪৫ বছর বয়সী ওই নারীর নাম মারিয়ানে বের্নাদি সান্তোস। তিনি নেইমারের ঘনিষ্ঠ বন্ধু আন্দ্রে বের্নাদির মা। আন্দ্রে বের্নাদি নিজেই নতুন এই প্রেমিক জুটিকে পরিচয় করিয়ে দেন অনেকের সাথে। নেইমারের বাবার চেয়ে ১৩ বছরের ছোটো ওই নারী। ২০২১ সালের মাঝামাঝি থেকে ৫৮ বছর বয়সী নেইমার সিনিয়রের সঙ্গে বের্নাদি সান্তোসের সম্পর্কের শুরু। বের্নাদি নেইমারের খুব কাছের বন্ধু। পিএসজি তারকার কাছের বন্ধুদের গ্রুপের নাম ‘তইস।’ আর পিএসজিতে যোগ দেওয়ার পর সেখানে বের্নাদির সঙ্গে পরিচয় হয় নেইমারের। নেইমার সিনিয়রের সঙ্গে বিচ্ছেদের পর নেইমার জুনিয়রের মা নাদিন গনকালভেসও প্রেমে পড়েছেন। ২০২০ সালে সেই প্রেম নিয়েও তুমুল আলোচনা হয়। |