শিরোনাম: |
মিরপুরে বাটলার-আর্চারদের অনুশীলন
|
বর্তমান ডেস্ক: টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলতে শুক্রবার বাংলাদেশে পা রেখেছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। শনিবার সকালে ইংলিশরা নেমে পড়েছেন অনুশীলনে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গা গরম করছেন বাটলার-আর্চাররা।
ওয়ানডে দিয়েই শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। আগামী ১ মার্চ প্রথম ওয়ানডে। দ্বিতীয় ম্যাচ ৩ মার্চ। প্রথম দুটি ওয়ানডে হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এরপর ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে। একই ভেন্যুতে ৯ মার্চ প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এরপর ১২ আর ১৪ মার্চ মিরপুর শেরেবাংলায় হবে বাকি দুটি ম্যাচ। ইংল্যান্ড ওয়ানডে দল : জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিসি টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড। ইংল্যান্ড টি-২০ দল : জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, বেন ডুকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিসি টপলি, ক্রিস ওকস, মার্ক উড। |