সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১
শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে পুরষ্কার বিতরণ
Published : Wednesday, 22 February, 2023 at 6:00 AM, Count : 269

সুমন মিয়া, শ্রীমঙ্গল সংবাদদাতা: শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যােগে মহান বিজয় দিবস উপলক্ষে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় প্রেসক্লাব প্রাঙ্গনে প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।

এসময় সম্মানিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য উপ-পরিচালক ডা.হরিপদ রায়,অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার,শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন,ব্যবসায়ী ও সমাজ সেবক আবু সুলতান মো.ইদ্রীস লেদু ও ব্যবসায়ী সেলিম আহমদ প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন বৃটিশ কাউন্সিলর শ্রীমঙ্গলের কৃতসন্তান শাহনিয়া চৌধুরী জেরিন ও তার পিতা এইড বাংলাদেশ ফোরামের চেয়ারম্যান লন্ডন প্রবাসী শহীদুল হক লিটন।

উল্লেখ্য ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিনে প্রতি বছরের ন্যায় শ্রীমঙ্গল প্রেসক্লাব প্রাঙ্গনে ক্লাবের সদস্য ও পরিবারের সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছিল। এতে অংশগ্রহনকারী বিজয়ী ও শিশু কিশোরদের মধ্যে বিভিন্ন ধরনের দেশীয় ও বিদেশী আকর্ষণীয় পুরষ্কার সামগ্রী বিতরণ করা হয়।

পরিশেষে সকল অতিথিদের নিয়ে নৈশভোজের আয়োজন করা হয় এবং পরে ফিফা বিশ্বকাপ ফুটবল আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যে ফাইনাল খেলা ক্লাব প্রাঙ্গনে স্থাপিত বড় পর্দায় উপভোগ করা হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft