শিরোনাম: |
নিউক্যাসলের জয়রথ থামাল লিভারপুল
|
বর্তমান ডেস্ক: প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে সবাইকে চমকে দিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে যেতে ছিলো নিউক্যাসল ইউনাইটেড। বিগত প্রায় ছয় মাসে টানা ১৭ ম্যাচে কোনো হারের মুখ দেখেনি নিউক্যাসল। অবশেষে ম্যাগপাইদের সেই জয়রথ থামালো লিভারপুরল। নিজেদের ঘরের মাঠে অলরেডদের কাছে ২-০ গোলে হেরেছে নিউক্যাসল।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে নিজেদের মাঠে লিভারপুলের সামনে প্রায় অসহায় হয়ে পড়েছিল নিউক্যাসল। ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের ওপর চরাও হয়ে কেলতে থাকে সালাহ-নুনেজরা। চলতি মৌসুমে নিজেদের হারিয়ে খুজতে থাকা ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা এই বছর প্রিমিয়ার লিগে প্রথম জয় পেয়েছিলো ঠিক আগের ম্যাচেই। এবার মনে হচ্ছে তারা আসলেও তাদের হারানো ছন্দ খুঁজে পেয়েছে। আজকের ম্যাচেও নিউক্যাসলের ওপর ছড়ি ঘুরিয়েই জয় তুলে নিয়েছে অ্যানফিল্ডের ক্লাবটি। লিভারপুল নিজেদের প্প্রথম গোল পায় ম্যাচের মাত্র ১০ মিনিটেই। ট্রেন্ট আলেক্সান্ডার আর্নোল্ডের ক্রসে ডারউইন নুনেজ গোল করে এগিয়ে নেন অলরেডদের। ম্যাচের ১৭ মিনিটেই লিড দ্বিগুণ করে লিভারপুল। মোহাম্মইদ সালাহর কাছ থেকে বল পেয়ে নিচু শটে নিউক্যাসলের জালে দ্বিতীয়বার বল জড়আন কোডি গ্যাকপো। একটু পরই দলকে আরও বিপদে ফেলে ম্যাচের ২২ মিনিটে লালা কার্ড দেখে মাঠ ছাড়েন নিউক্যাসল গোলরক্ষক নিক পোপ। সালাহকে আটকাতে গিয়ে ডি-বক্সের বাইরে এসে হাত দিয়ে বল ধরেন পোপ। নিয়িমিত গোলরক্ষককে হারালেও এরপর অবশ্য আর কোনো গোল হজম করতে হয়নি নিউক্যাসলকে। গোল বাড়ানোর চেষ্টা করলেও তেমন কোনো আক্রমণ করতে পারেনি লিভারপুল। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। এই জয়ে ২২ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে উঠে এলো লিভারপুল। অন্যদিকে, ২৩ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে নিউক্যাসল। |