শিরোনাম: |
নেলপলিশ পরার টিপস
|
বর্তমান ডেস্ক: নিজের যত্ন নেয়াটা সবার আগে প্রয়োজন। যদি সঠিকভাবে নিজের যত্ন করতে না পারেন, তাহলে সবাইকে ভালো রাখবেন কীভাবে? তাই সুস্থ জীবনযাপন করার পাশাপাশি ত্বক এবং চুলের যত্নও করতে হয়। কিন্তু মুখের ও চুলের যত্ন নিলেই কী দায়িত্ব শেষ? হাতের উপর সারাদিন যে কাজের চাপ পড়ে, তাদের যত্ন প্রয়োজন নেই? নেলপলিশ পরার আগে কী করবেন: নেলপলিশ পরার আগে নখকে প্রস্তুত করে নিতে হবে। ভুলভাবে নেলপলিশ পরলে কিন্তু পুরো সাজটাই নষ্ট হবে। তাই সেদিকে খেয়াল রাখুন। প্রথমে নখ ভালো করে পরিষ্কার করে নিন। নখ যত্ন করে কেটে নিন। একটি সুন্দর শেপ দিন। নখে পুরনো কোনও নেলপলিশ থাকলে, তা রিমুভারের সাহায্যে তুলে ফেলুন। নখের চারপাশও ভালো করে পরিষ্কার করে নিন। এবার করতে হবে এই কাজটি: নেলপলিশ পরতে গিয়ে নখের চারপাশ দিয়ে বেরিয়ে যাওয়াই যেন স্বাভাবিক! আপনার একারই এই ভুল হয়, এমন কিন্তু নয়। অনেকেরই এই ভুল হয়ে থাকে। কাউকে কাউকে তো একাই দুই হাতে নেলপলিশ লাগাতে হয়। তখন যে কী কালঘাম ছোটে, তা জানেন নিশ্চয়ই! এটাকে এড়ানোর জন্যে কোনো সমাধান তো খুঁজতে হবে! তাই নেলপলিশ পরার আগে নখের চারপাশে আঙুলে ভালো করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। খুব বেশি পরিমাণে লাগাবেন না। নখে যেন পেট্রোলিয়াম জেলি না চলে আসে, সেদিকে খেয়াল রাখুন। নেলপলিশ পরতে বসে তাড়াহুড়া নয়: এই সমস্যা অনেকের মধ্যেই দেখা যায়। নেলপলিশ পরতে বসেই যেন রাজ্যের কাজ চলে আসে! তখন তাড়াহুড়োয় কোনোভাবে নেলপলিশ পরে উঠে যান অনেকে। এতে নখের সৌন্দর্য নষ্ট হয়। নখটি দেখতেও খারাপ লাগে। তাই একটু ধৈর্য্য ধরেই নেলপলিশ পরা ভালো। সেটা আপনিও করুন। নেলপলিশ পরা শুরু করুন: পছন্দের নেলপলিশ প্রতিটি আঙুলের নখেই লাগিয়ে নিন। এটা আপনার নখে নেলপলিশের প্রথম কোট। এরপর অপেক্ষা করুন। প্রথম কোট শুকাতে দিন। নখের নিচ থেকে উপর পর্যন্ত তুলির টান হবে, সেটাও খেয়াল রাখুন। পাশে একটু বেরিয়ে যেতে পারে, এতে চিন্তার কিছু নেই। আপনার আঙুলে পেট্রোলিয়াম জেলি লাগানো আছে। প্রথম কোট শুকনো হওয়ার পরে দ্বিতীয় কোটটি লাগান। তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন। নেলপলিশ সম্পূর্ণ না শুকনো হওয়া পর্যন্ত হাত দিয়ে কোনও কাজ করবেন না। শেষে যা করতে হবে: আপনার নখের নেলপলিশ সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পরে হাত দিয়ে কাজ করতে পারেন। আপনি চাইলে উপরে জেল ট্রান্সপারেন্ট নেলপলিশের আরো একটি কোট দিতে পারেন। এটা অপশনাল। তারপর পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন। আপনার নখের চারপাশে নেলপলিশের যে অংশটুকু লেগেছিল, সেটা উঠে যাবে। নখ দেখাবে সুন্দর। হাতে ময়েশ্চারাইজার বা হ্যান্ড ক্রিম লাগিয়ে নিতে পারেন আপনি। |