বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১
২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্ক্যালোনি
Published : Thursday, 16 February, 2023 at 6:00 AM, Count : 129

বর্তমান ডেস্ক: অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান হতে যাচ্ছে। আগামী ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের বরাতে এমন তথ্য জানা গেছে।

আর্জেন্টিনার জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর ব্রাজিলকে হারিয়ে ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা জেতান স্কালোনি। এছাড়া টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ফিনালিসিমার শিরোপা জেতান স্কালনি। এরপর সর্বশেষ ২০২২ সালের কাতার বিশ্বকাপের শিরোপা জিতে দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেন এই মাস্টারমাইন্ড কোচ।

২০২২ সালের ৩১ ডিসেম্বর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় স্কালোনির। এবার নতুন করে আগামী ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত স্কালোনির সঙ্গে চুক্তি হতে যাচ্ছে এএফএ। এই বছরের মার্চে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে আর্জেন্টিনার। তার আগেই স্কালোনির সঙ্গে চুক্তি সম্পন্ন হবে বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft