মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪ ৯ পৌষ ১৪৩১
প্রিমিয়ার লিগের আর্থিক সহায়তা তুরস্ক ও সিরিয়ার জন্য
Published : Saturday, 11 February, 2023 at 6:00 AM, Count : 262

বর্তমান ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের জন্য ১ মিলিয়ন পাউন্ড আর্থিক সহায়তা দান করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। এদিকে ইউরোপীয়ান ফুটবল কর্তৃপক্ষ আগামী সপ্তাহে ভূমিকম্পে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে।

গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ৭.৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়াজুড়ে এ পর্যন্ত  ২২ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত এক শতকে এটাই এই অঞ্চলের সবচেয়ে বড় ভূমিকম্পের ঘটনা।

চেলসি ও নিউক্যাসলের সাবেক ও বর্তমানে তুরস্কের ক্লাব হাতায়াস্পোরে খেলা মিডফিল্ডার ক্রিস্টিয়ান আতসু এখনো নিখোঁজ রয়েছেন। ইংল্যান্ডের সর্বোচ্চ ফুটবল লিগের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তুরস্ক ও সিরিয়ায় সংঘটিত ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় প্রিমিয়ার লিগ গভীর শোক প্রকাশ করছে। দূর্যোগ মোকাবেলায়  জরুরী ভিত্তিতে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দূর্যোগপূর্ণ পরিস্থিতিতে যেন সকলের জন্য প্রিমিয়ার লিগ কিছু সহযোগিতা করতে পারে সেই চেষ্টা করা হয়েছে।’

এ সপ্তাহে প্রিমিয়ার লিগের খেলোয়াড় ও কর্মকর্তারা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবে। ইতালিয়ান সিরি'আ, স্প্যানিশ লা লিগা, ফ্রান্সের লিগ ওয়ান ও জার্মানির বুন্দেসলিগায় প্রতিটি ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।
 
এক বিবৃতিতে ইতালিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে প্রতিটি লিগ ম্যাচেই এক মিনিট নীরবতা পালন করা হবে। শোক পালনের জন্য পুরো সপ্তাহ জুড়েই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সম্পর্কে  এফআইজিসির সভাপাতি গাব্রিয়েল গ্রাভিনা বলেছেন, ‘ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের সহযোগিতার প্রস্তাব দিয়েছে বিশ্ব ফুটবল। এই ধরনের দুর্যোগে আমরাও চুপ করে বসে থাকতে পারিনা।’

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচগুলোর আগেও এক মিনিট নীরবতা পালন করা হবে। এছাড়া ইউরোপীয়ান অন্যান্য নক আউট পর্বের ম্যাচেও এটা করা হবে। উয়েফা জানিয়েছে তারা দুর্যোগপূর্ণ জায়গায় যে সমস্ত গ্রুপ উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে তাদের জন্য ৫০ হাজার ইউরো ও তুর্কি ফুটবল ফেডারেশনকে দেড় লাখ ইউরো আর্থিক সহায়তা প্রদান করবে। উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft