শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪ ১২ পৌষ ১৪৩১
বিপিএলের প্লে-অফ টিকিটের দাম বাড়লো
Published : Saturday, 11 February, 2023 at 6:00 AM, Count : 195

বর্তমান ডেস্ক: শেষ হয়েছে বিপিএলের লিগ পর্ব। আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে উত্তেজনা ঠাসা প্লে-অফের খেলা। মাঠের খেলায় যেমন বাড়তে চলেছে উত্তেজনা তেমন বেড়ে গেলো প্লে-অফের টিকিটের দামও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার (১১ ফেব্রুয়ারি) এক বিবৃতি দিয়ে বিপিএলের প্লে-অফ টিকিটের দাম বাড়ানোর ঘোষণা দিয়ে নতুন মূল্য তালিকা প্রকাশ করেছে।

বিপিএলের প্লে-অফের টিকিটের নতুন করে নির্ধারিত মূল্য অনুযায়ী সর্বনিম্ন টিকিটের দামে ১০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ৫০০ টাকা বাড়ানো হয়েছে।

লিগ পর্বে ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ছিলো সর্বনিম্ন ২০০ টাকা। প্লে-অফের জন্য নতুন নির্ধারিত দামে ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট মূল্য নির্ধারণ হয়েছে ৩০০ টাকা। লিগ পর্বে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ছিলো সর্বোচ্চ ১৫০০ টাকা, প্লে-অফে যা বেড়ে হয়েছে ২০০০ টা

এছাড়া, নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডের টিকিট ৪০০ টাকা এবং ক্লাব হাউজের টিকিট পাওয়া যাবে ৮০০ টাকায়। ভিআইপি স্ট্যান্ডের তিকিটের নতুন মূল্য নির্ধারিত হয়েছে ১৫০০ টাকা।

শের-ই-বাংলা জাতিয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন কাউন্টার ও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে আজ এবং ম্যাচের দিন পাওয়া যাবে বিপিএলের প্লে-অফের টিকিট। টিকিট বিক্রি হবে সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।

আগামীকাল প্লে-অফের প্রথম খেলায় এলিমিনেটরে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। দ্বিতীয় খেলায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft