বৃহস্পতিবার ২ জানুয়ারি ২০২৫ ১৮ পৌষ ১৪৩১
একটু একটু কথা বলছেন শারমীন আঁখি, শঙ্কা এখনো কাটেনি
Published : Tuesday, 7 February, 2023 at 6:00 AM, Count : 250

বর্তমান ডেস্ক: শুটিং করতে গিয়ে দগ্ধ হওয়া ছোট পর্দার অভিনেত্রী শারমীন আঁখি তিনদিন পর কথা বলেছেন। এরমধ্যে আইসিইউতে থাকা অবস্থায় কিছু বলার চেষ্টা করলেও তা স্পষ্ট ছিলনা। কথা বলতে পেরে অভিনেত্রী নিজেই জানালেন আগের চেয়ে ভালো আছেন তিনি। তবে চিকিৎসক বলছেন অবস্থা উন্নতির দিকে হলেও পুরোপুরি শঙ্কামুক্ত নন তিনি।

সোমবার সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে দগ্ধ অভিনেত্রীকে। তখনি বিষয়টি উপস্থিত গনমাধ্যমকর্মীদের জানান শারমীন আঁখির স্বামী নির্মাতা রাহাত কবির।

তিনি জানিয়েছেন, আঁখি এর আগে আইসিইউতে কিছুটা কথা বলেছিল; কিন্তু সেটা সামান্য। তেমন বোঝাও যেত না। আজ সে নিজেই জানিয়েছে, এখন ভালো বোধ করছে। একদমই অল্প ও আস্তে কথা বলছে। তবে কথা বলতে পারলেও আঁখির গলায় কিছুটা ব্যথা রয়েছে। যে কারণে জোরে কথা বলতে পারছে না। এ ছাড়া শারীরিকভাবেও অনেকটা দুর্বল।

ইমদাদুল হক মিলনের ‘প্রিয়দর্শিনী’ উপন্যাস অবলম্বনে ‘অমীমাংসিত প্রেম’ নামে একটি টেলিফিল্মের শুটিং করছিলেন আঁখি। সেখানেই শুটিংয়ের প্রস্তুতিকালে স্ট্রেট মেশিনের প্লাগ খোলার সময় ভয়াবহ শব্দ হয়। ধারণা করা হচ্ছে, রুমে গ্যাস জমে ছিল, স্পার্কিং থেকে আগুন ধরে যায়।

এ ব্যাপারে রাহাত কবির জানিয়েছিলেন, মিরপুর সাড়ে এগারোতে একটি টেলিফিল্মের শুটিং চলছিল। দুপুরের দিকে মেকআপ নিয়ে ওয়াশরুমে যান আঁখি। সেখানে হেয়ার স্টেটমেন্ট অন কিংবা অফ করতে গিয়ে এ ঘটনাটি ঘটে। তবে পুলিশ বলছে ভিন্ন কথা। তারা বলছে, বাথরুমে সিগারেট ধরানোর ফলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। বিষয়টি এখনো তদন্তাদীন রয়েছে।

দগ্ধ হওয়ার পর আঁখিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরপর গত শুক্রবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থনান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে। একটু আধটু কথাও বলতে পারছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft