শিরোনাম: |
‘অ্যাভাটার থ্রি’তে চার্লি চ্যাপলিনের নাম উঠার কারণ?
|
বর্তমান ডেস্ক: জেমস ক্যামেরন নির্মিত ‘অ্যাভাটার অবতার-দ্য ওয়ে অফ ওয়াটার’ সিনেমা বিশ্বব্যাপী প্রায় ২.১৩ বিলিয়ন ডলার আয় করেছে। সিনেমাটি ঘিরে দর্শকদের প্রত্যাশার কোনো অভাব ছিল না। মুক্তির পর বক্স অফিস সাফল্যই এর প্রমাণ। মুক্তির পর সিনেমাটি নিয়ে রীতিমতো ঝড় উঠেছিল।
জেমস ক্যামেরনের এই সিনেমা সর্বকালের চতুর্থ সর্বোচ্চ আয়ের চলচ্চিত্র হিসেবে বিবেচিত। এটি নিয়ে এখনও আলোচনা হচ্ছে। নির্মাতা জেমস ক্যামেরন এরই মধ্যে ‘অবতার-থ্রি’ এবং ‘অ্যাভাটার-ফোর’ সিনেমার বেশ কিছু অংশের শুটিং সম্পন্ন করে ফেলেছেন। শুধু তা-ই নয় অ্যাভাটার-ফাইভ সিনেমা নির্মাণের ইঙ্গিতও দিয়েছেন। কিন্তু নতুন পাওয়া খবরে ‘অ্যাভাটার’ প্রযোজক জন ল্যান্ডাউ সিনেমার সিকুয়াল সম্পর্কে এক চমকে দেওয়া খবর শুনিয়েছেন। এই খবর নিয়ে এরই মধ্যে হইচই পড়ে গেছে চারদিকে। ‘অ্যাভাটার’ সিনেমার সিকুয়ালে থাকছে চার্লি চ্যাপলিনের পরোক্ষ উপস্থিতি। এম্পায়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে, প্রযোজক জন ল্যান্ডউ সিক্যুয়েল সম্পর্কে বলেন যে ‘অ্যাভাটার- থ্রি’-তে এক নতুন জাতিকে পরিচয় করানো হবে, যারা আরও বেশি নৃশংস। পাশাপাশি এই জাতির নেতার চরিত্রে অভিনয় করবেন চার্লি চ্যাপলিনের নাতনি ওনা চ্যাপলিন। এ কারণে ‘অ্যাভাটার থ্রি’ সিনেমায় চার্লি চ্যাপলিনের নাম উঠছে। উল্লেখ্য, চার্লি চ্যাপলিনের নাতনি ওনা চ্যাপলিনও একজন অভিনেতা। তিনি এইচবিও সিরিজ গেম অফ থ্রোনসে ‘তালিসা মেগি’র চরিত্রে অভিনয় করেছেন। |