শিরোনাম: |
গলা টিপে লাল কার্ড দেখলেন কাসেমিরো,
|
বর্তমান ডেস্ক: শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে ইউনাইটেড। রেড ডেভিলদের হয়ে গোল করেন ব্রুনো ফার্নান্দেজ ও মার্কাস রাশফোর্ড। ম্যাচে লাল কার্ড দেখেছেন ম্যানইউয়ের ব্রাজিলীয় তারকা কাসেমিরো।
ম্যাচের ৭০তম মিনিটে অ্যান্থনিকে ফাউল করাকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। এক পর্যায়ে প্যালেসের হিউজের গলা চেপে ধরেন ইউনাইটেডের ব্রাজিলীয় তারকা কাসেমিরো। ভিএআরে ঘটনা দেখে কাসেমিরোকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। মারামারি করে লাল কার্ড পাওয়ায় তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন কাসেমিরো। ফলে লিডস ইউনাইটেডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচ মিস করবেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ঘরের মাঠে লিস্টার সিটির বিপক্ষেও খেলা হবে না কাসেমিরোর। |