শিরোনাম: |
রোনালদোর সমালোচকদের কোহলির খোঁচা
|
বর্তমান ডেস্ক: ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলির ক্রিস্টিয়ানো রোনালদো ভক্তি নতুন নয়। ব্যক্তিগত জীবনেও রোনালদোকে মেনে চলেন এই তারকা। রোনালদোকে কেউ কিছু বললেও পাল্টা জবাব দিতে দেখা যায় কোহলিকে। আরেকবার রোনালদোর সমালোচকদের এক হাত নিলেন তিনি। অনেকদিন নিষ্প্রাণ থাকার পর পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচে আবারও যেন নিজের জাত চেনান রোনালদো। সৌদি আরবের ক্লাব আল নাসরের এই ফুটবলার রিয়াদ অল-স্টারের জার্সিতে পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচে জোড়া গোল করেন। রোনালদোর এমন পারফরম্যান্স মুগ্ধ করেছে কোহলিকে। রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্স দেখে সমালোচকদের ধুয়ে দিলেন ভারতীয় এই ব্যাটার। পিএসজির মতো ক্লাবের বিপক্ষে রোনালদোর এমন পারফরম্যান্সে রীতিমতো মুগ্ধ হয়েছেন কোহলি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কোহলি লেখেন, ‘৩৮ বছর বয়সেও শীর্ষ পর্যায়ে খেলে যাচ্ছেন। বিশ্বের অন্যতম সেরা ক্লাবের বিপক্ষে এমন পারফরম্যান্সের পর প্রতি সপ্তাহে স্টুডিওতে বসে মনোযোগ পাওয়ার জন্য তার সমালোচনা করা বিশেষজ্ঞরা আজ চুপ হয়ে আছেন। রোনালদো শেষ হয়ে যাননি সেটাও জানিয়ে দিলেন কোহলি। বিশ্বের অন্যতম সেরা এই ক্রিকেটার আরো লিখেন, 'আর সবাই বলছিল রোনালদো নাকি কার্যত শেষ হয়ে গিয়েছেন। তবে তা নয়।’ |