শনিবার ৪ জানুয়ারি ২০২৫ ২০ পৌষ ১৪৩১
২০২২ সালের বিশ্বসেরা খেলোয়াড় লিওনেল মেসি
Published : Thursday, 5 January, 2023 at 6:00 AM, Count : 210

বর্তমান ডেস্ক: গত বছর কোপা আমেরিকা আর বিশ্বকাপসহ বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট জিতে দারুণ একটি বছর পার করেছেন আর্জেন্টিনার অধিনায়ক রিওনেল মেসি। ২০২২ সালের এই কৃতিত্বের জন্য পুরষ্কারও পেলেন এলএমটেন। ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ভিত্তিক ফেডারেশন (আইএফএফএইচএস) আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসিকে নির্বাচিত করলো ২০২২ সালের বিশ্বসেরা  খেলোয়াড় হিসেবে।  

১৯৮৮ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে আইএফএফএইচএস। তবে ১৯৯১ থেকে ২০১৯ সাল পর্যন্ত ফিফার সঙ্গে যুক্ত ছিল তারা। কিন্তু ২০২০ সাল থেকে  আবার আলাদাভাবে পুরস্কারটি দেওয়ার প্রথা চালু করে সংগঠন। ২০২০ সালের পর ২০২১-এ সেরা খেলোয়াড় নির্বাচিত হন পৎভঠতভপনমবা রবের্ত লেভানদোভস্কি। তবে এবার তা উঠলো মেসির হাতে।  

২৭৫ ভোট নিয়ে পুরস্কার পাওয়ার তালিকায় শীর্ষে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে (৩৫ ভোট), করিম বেনজেমা (৩০), লুকা মদ্রিচ (১৫) ও আরলিং হালান্ডকে (৫)।

২০২২ সালে দুর্দান্ত এক বছর কাটিয়েছেন মেসি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৫১ ম্যাচে ৩৫টি গোলের পাশাপাশি ৩০টি অ্যাসিস্ট করেছেন তিনি। প্রতি ৬৯ মিনিটে একটি করে গোলে অবদান রেখেছেন এই ফরোয়ার্ড। এই পারফরম্যান্সে পিএসজির হয়ে লিগ ওয়ান জিতেছেন এবং বছরের শেষ দিকে বিশ্বকাপ জিতে ক্যারিয়ারে সবচেয়ে বড় অর্জনের দেখা পেয়েছেন তিনি। কাতার বিশ্বকাপে সাত গোল ও তিন অ্যাসিস্টের করায় গোল্ডেন বলের পুরস্কারটাও তার হাতে উঠে।

এদিকে আইএফএফএইচএস আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও পেয়েছেন মেসি। ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পে এবং সেরা গোলকিপার হয়েছেন রিয়াল মাদ্রিদের থিবো কোর্তোয়া।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft