রোববার ২৯ ডিসেম্বর ২০২৪ ১৪ পৌষ ১৪৩১
এক নজরে বিপিএলের সব রেকর্ড
Published : Thursday, 5 January, 2023 at 6:00 AM, Count : 345

বর্তমান ডেস্ক: আগামীকাল ৬ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের নবম আসর। এবারের আসরে মোট ৭ দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী দিনে দুপুর ২.১৫ মিনিটে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট সিক্সারর্স। সন্ধ্যা ৭.১৫ মিনিটে লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্স।

নতুন আসর শুরুর আগে ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য গত আটটি আসরের কিছু রেকর্ড তুলে ধরা হলো:

সবচেয়ে বেশি ম্যাচ : মিনিষ্টার ঢাকা (১০৩টি)
সবচেয়ে বেশি জয় : মিনিষ্টার ঢাকা (৫৯টি)
সবচেয়ে বেশি হার : সিলেট সানরাইজার্স (৮০ ম্যাচে ৫৩টি)
সর্বোচ্চ দলীয় রান : রংপুর রাইডার্স ২৩৯/৪, ২০ ওভার, প্রতিপক্ষ- চট্টগ্রাম ভাইকিংস, ২০১৯
সর্বনিম্ন রান : খুলনা টাইটান্স ৪৪/১০, ১০.৪ ওভার, প্রতিপক্ষ- রংপুর রাইডার্স, ২০১৬
সবচেয়ে বড় ব্যবধানে জয় (রানে) : ১১৯ রানে জয়ী চট্টগ্রাম কিংস, বিপক্ষ- সিলেট রয়্যালস
সবচেয়ে বড় ব্যবধানে জয় (উইকেট) : ১০ উইকেটে জয় আছে বরিশাল বার্নার্স-চিটাগং ভাইকিংস ও সিলেট সিক্সার্সের
সবচেয়ে বেশি রান (ব্যক্তিগত) : তামিম ইকবাল, ৭৯ ম্যাচে ২৬২৮ রান
এক মৌসুমে সবচেয়ে বেশি রান (ব্যক্তিগত) : রিলি রুশো (রংপুর রাইডার্স) ১৪ ম্যাচে ৫৫৮ রান
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস : ক্রিস গেইল ১৪৬* (রংপুর রাইডার্স), প্রতিপক্ষ- ঢাকা ডায়নামাইটস, ২০১৭
সবচেয়ে বেশি ছক্কা : ক্রিস গেইল, ৫২ ম্যাচে ১৪৩টি।
ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা : ক্রিস গেইল (রংপুর রাইডার্স) ১৮টি, প্রতিপক্ষ- ঢাকা ডায়নামাইটস।
সবচেয়ে বেশি শূন্য : এনামুল  হক বিজয়  ১১টি
সবচেয়ে বেশি সেঞ্চুরি : ক্রিস গেইল, ৫টি
সবচেয়ে বেশি হাফ-সেঞ্চুরি : তামিম ইকবাল, ২৫টি
সবচেয়ে বেশি উইকেট : সাকিব আল হাসান, ৮৭ ম্যাচে ১২২ উইকেট
এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট : সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস), ১৫ ম্যাচে ২৩ উইকেট, সাল- ২০১৯
সেরা বোলিং ফিগার : মোহাম্মদ আমির (খুলনা টাইগার্স) ৪ ওভার ১৭ রান ৬ উইকেট, প্রতিপক্ষ- রাজশাহী রয়্যালস, সাল- ২০২০

হ্যাটট্রিক : ৬টি
সবচেয়ে বেশি ডিসমিসাল : নুরুল হাসান, ৬৬ ইনিংসে ৭৫টি, ক্যাচ-৫১, স্টাম্পিং-২৪
এক মৌসুমে সবচেয়ে বেশি ডিসমিসাল : নুরুল হাসান (ঢাকা ডায়নামাইটস), ১৫ ইনিংসে ১৯টি, ক্যাচ-১৫, স্টাম্পি-৪
সবচেয়ে বেশি ক্যাচ : মাহমুদুল্লাহ রিয়াদ, ৯১ ম্যাচে ৪৯ ক্যাচ
এক মৌসুমে সবচেয়ে বেশি ক্যাচ : ইমরুল কায়েস (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) ১১ ম্যাচে ১৭ ক্যাচ, সাল- ২০২২
সেরা জুটি (যেকোন উইকেটে) : ক্রিস গেইল-ব্রেন্ডন ম্যাককালাম (রংপুর রাইডার্স) দ্বিতীয় উইকেটে ২০১*, প্রতিপক্ষ- ঢাকা ডায়নাইমাইটস, ২০১৭
সেরা জুটি (রানে) : ক্রিস গেইল-ব্রেন্ডন ম্যাককালাম (রংপুর রাইডার্স) দ্বিতীয় উইকেটে ২০১*, বিপক্ষ- ঢাকা ডায়নাইমাইটস, ২০১৭
সবচেয়ে বেশি ম্যাচ : মুশফিকুর রহিম, ৯৬টি।
অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ : মাশরাফী বিন মোর্ত্তজা, ৮৬টি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft