শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪ ১১ পৌষ ১৪৩১
সালমান খানের সঙ্গে দেখা করতে ভক্তের পাগলামি!
Published : Wednesday, 4 January, 2023 at 6:00 AM, Count : 369

বর্তমান ডেস্ক: বলিউড তারকা সালমান খানের ভক্তের মধ্যে কেউ কেউ এমনও কাণ্ড ঘটান যে হয়ে ওঠেন খবরের শিরোনাম, তেমনই একজন সমীর।সালমান খানকে একঝলক দেখার জন্য তিনি সাইকেলে ১ হাজার ১০০ কিলোমিটার পাড়ি দিয়েছেন।

জন্মদিনে সলমনকে শুভেচ্ছা জানাতে অসাধ্যসাধন করেছেন মধ্যপ্রদেশের বাসিন্দা সমীর। সলমনের সঙ্গে দেখা করতে সাইকেল চালিয়ে জবলপুর থেকে মুম্বই এসেছিলেন সমীর।

যেভাবে হোক সলমন খানের জন্মদিনের আগে পৌঁছতেই হবে মুম্বই। সেই সঙ্কল্প নিয়ে সাইকেলে উঠে পড়েছিলেন সমীর। গত ২৭ ডিসেম্বর সলমনের ৫৭ বছরের জন্মদিনে দেখা করেই ছাড়লেন তিনি।


টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সালমানের জন্মদিন উপলক্ষে মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে মুম্বাই ছুটে যান সালমান খানের ভক্ত সমীর। দীর্ঘ ১১০০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে মুম্বাইয়ে সালমানের বাড়ির সামনে এসে পৌঁছান তিনি।

মুম্বইয়ে সলমনের বাসভবনের সামনে সে দিন জনসমুদ্র। জড়ো হয়েছিলেন অগুনতি ভক্ত, কিন্তু এক জনের সঙ্গেও দেখা করেননি অভিনেতা। তবে সমীর যখন এলেন। এসময় সালমান বাড়িতেই ছিলেন। খবর পেয়ে বাইরে আসেন সালমান। বিস্ময়ে হতবাক ‘ভাইজান’ মধ্যপ্রদেশের জবলপুর থেকে হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে মুম্বইয়ে পৌঁছেছেন তাঁর সেই ভক্ত। সাইকেল চালিয়েছেন ৫ দিন ধরে! শীত তখন কাবু করে দেওয়ার মতো। তবু সলমনকে এক বার চোখের দেখা দেখতে অবাক কাণ্ড করলেন ভক্তটি।

তার সঙ্গে কথা বলেন এবং ছবিও তুলেন এই নায়ক। সমীরের সঙ্গে ছবি তুলতে আপত্তি করেননি সলমন। নিজের হাতে সমীরের সাইকেল ধরে সামনে দাঁড়িয়েছিলেন। সাইকেলের গায়ে লেখা সলমনেরই সংস্থা ‘বিইং হিউম্যান’-এর নাম। পিছনে দাঁড়িয়েছিলেন সমীর। আর সেসব ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

সমীরের সাইকেলের সামনে একটি বোর্ড ছিল। যাতে লেখা, “চলো, তাঁকে ভাল করে শুভেচ্ছা জানানো যাক।” সেই সঙ্গে আর এক লাইনে লেখা ছিল সলমনের ছবির এক জনপ্রিয় গান, ‘দিওয়ানা ম্যায় চলা’।

 সংবাদমাধ্যমকে সমীর জানান, সলমন তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এত পথ এসে সুস্থ বোধ করছেন তো সমীর? জিজ্ঞাসা করেন তাঁকে। সমীরের পরিবারের খবরও নেন। সমীর অবশ্য ক্লান্তিহীন। জানান, গত ২২ ডিসেম্বর জবলপুর থেকে সাইকেলে ওঠেন। সলমনের বাড়িতে পৌঁছে যান ২৭ ডিসেম্বর। সমীরকে দেখে সলমনের ছোটবেলার কথা মনে পড়ে যায়। তিনিও যে জন্মেছিলেন মধ্যপ্রদেশের ইন্দোরে! জন্মদিনে ঘরের গন্ধ বয়ে এনে দিয়েছেন যিনি, তাঁকে ফেরানো কার সাধ্যি!

বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। গত ২৭ ডিসেম্বর ৫৭ বছর বয়েসে পা দিয়েছেন তিনি। এদিন দিবাগত রাতে পরিবার বন্ধু-বান্ধবদের নিয়ে বিশেষ দিনটি উদযাপন করেন। মাঝরাতে সালমানকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন শাহরুখ খান।

সালমানের জন্মদিনের পার্টিতে বলিউডের আরো অনেক তারকা উপস্থিত ছিলেন। এ তালিকায় রয়েছেন— সুনীল শেঠি, সোনাক্ষী সিনহা, টাবু, জাহ্নবী কাপুর, কার্তিক আরিয়ান, পূজা হেগড়ে, রিতেশ, জেনেলিয়া প্রমুখ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft