শিরোনাম: |
কথা রাখবেন সামান্থা
|
বর্তমান ডেস্ক: বেশ কিছুদিন ধরেই মায়োসাইটিসের মতো বিরল রোগে ভুগছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা। চিকিত্সার জন্য গত বছরের শেষদিকে আমেরিকা যান তিনি। তবে সেখান থেকে ফিরে আবার ব্যাঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি হন।
শোনা যাচ্ছে, শিগগিরই কোরিয়ায় উন্নত চিকিত্সার জন্য পাড়ি দেবেন সামান্থা। এমন অবস্থায় বিভিন্ন মাধ্যমে গুঞ্জন রটে তিনি একের পর এক চুক্তি বাতিল করছেন। এমনকি হলিউড সিরিজ ‘সিটাডেল’ থেকেও সরে দাঁড়াচ্ছেন! তবে সেই গুঞ্জন ছাপিয়ে চলতি মাসেই সিরিজটিতে অভিনয় শুরু করছেন সামান্থা। আর বিপরীতে বরুণ ধাওয়ানকেই দেখা যাবে। ‘সিটাডেল’ সিরিজের কাজ যথাসময়ে শেষ করবেন সামান্থা। সেই কথাই রাখতে চলেছেন এই অভিনেত্রী। সম্প্রতি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে একাধিক ভারতীয় গণমাধ্যম এমনটাই জানিয়েছে। উল্লেখ্য, গত বছরে শেষদিকে খুশির খবর ভাগ করে নেন অ্যামাজন প্রাইম সিরিজ ‘সিটাডেল’-এর নির্মাতারা। অ্যান্টনি এবং জো রুসো ভ্রাতৃদ্বয় জানান এবার ভারতেও তৈরি হবে সিরিজটি। যার নায়ক হবেন বরুণ ধাওয়ান এবং নায়িকা হিসেবে থাকবেন সামান্থা। রুসোরা আরও জানান, শুধু ভারত নয়, একে একে বিভিন্ন দেশে ছড়িয়ে যাবে ‘সিটাডেল’। সেখানকার জল-হাওয়ায় বেড়ে উঠবে নতুন নতুন গুপ্তচর কাহিনি। অন্যদিকে, এই সিরিজটি ছাড়াও সামান্থার হাতে রয়েছে বেশ কয়েকটি দক্ষিণী সিনেমার কাজ। সেগুলোর কাজও একে একে শেষ করার পরিকল্পনা করছেন জনপ্রিয় এই অভিনেত্রী। |