শিরোনাম: |
মরক্কোর জয়ে শাকিরার টুইট- 'দিস টাইম ফর আফ্রিকা'
|
বর্তমান ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ ফিফা বিশ্বকাপের থিম সং গেয়ে মাতিয়ে দিয়েছিলেন কলম্বিয়ান পপ সুপারস্টার শাকিরা। তার সেই 'ওয়াকা ওয়াকা' গান এক যুগ পরও ফুটবলপ্রেমীদের মনে গেঁথে আছে। গতরাতে পর্তুগালকে হারিয়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে মরক্কো বিশ্বকাপের সেমিফাইনালে উঠতেই সেই গানের লাইন আবারও মনে করিয়ে দিলেন শাকিরা।
শনিবার ক্রিশ্চিয়ানো রোনালদোদের পরাজয়ের পর শাকিরা টুইট করলেন দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের জন্য গাওয়া তার বিখ্যাত গানের লাইন, 'দিস টাইম ফর আফ্রিকা!' জার্মানির ফুটবল তারকা মেসুট ওজিলের টুইট, 'গর্বিত! কী দুর্দান্ত দল! আফ্রিকার জন্য কী অসাধারণ কৃতিত্ব। আধুনিক ফুটবলে যে রূপকথাও সম্ভব, তা দেখে তৃপ্তি হচ্ছে। এই জয় অসংখ্য মানুষকে শক্তি ও আশা দেবে। ' আগের ম্যাচে স্পেনকে হারানোর পরেই মরক্কোর কোচ ওয়ালিদ রেগ্রাগুই বলেছিলেন, ‘‘সময় এসেছে আফ্রিকার দেশগুলির উচ্চাশা তৈরি করার। আমরা কেন বিশ্বকাপ জেতার কথা ভাবব না?' ওই সময় তার সেই কথায় অনেকে ভুরু কুঁচকে তাকালেও গত রাতে পর্তুগালকে হারানোর পর সমালোচকদের মুখ বন্ধ হয়ে গেছে। মরক্কোবাসীর সেই স্বপ্ন ছড়িয়ে পড়েছে বহুদূর। |