শিরোনাম: |
নেদারল্যান্ডসের জন্য কোচ স্কালোনির দুঃখ প্রকাশ
|
বর্তমান ডেস্ক: কঠিন তিন পরীক্ষায় আলবিসেলেস্তেদের প্রথম বাধা নেদারল্যান্ডস। কোয়ার্টার ফাইনালে ডাচদের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শেষ আট থেকে মাইটি নেদারল্যান্ডসের বিদায়ের কথা চিন্তা করে অগ্রিম দুঃখ প্রকাশ করলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মানবজমিন
ঐতিহ্যবাদী দুই দল আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। বিশ্বকাপে দুই দলেরই ইতিহাস বেশ সমৃদ্ধ। পাঁচবার বিশ্বকাপের ফাইনাল খেলে দু’বার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ডাচদের বিপক্ষে ১০ম কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে আলবিসেলেস্তেরা। এদিকে তিনবার ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি নেদারল্যান্ডস। এর আগে ৫ বার কোয়ার্টার ফাইনাল খেলেছে নেদারল্যান্ডস। সেমি খেলেছে দু’বার। স্কালোনি এই ভেবে দুঃখ প্রকাশ করেছেন যে, দুই ঐতিহ্যবাহী দলের একটি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেবে। অস্ট্রেলিয়াকে হারিয়ে ম্যাচশেষে আর্জেন্টিনা কোচ বলেন, ঐতিহাসিক দুটি দলের মধ্যে অসাধারণ একটি ম্যাচই হবে। দুঃখ এই যে, একটি দলকে হারতে হবে। আশা করছি আমরাই পরের রাউন্ডে যাব। স্কালোনির দুঃখ প্রকাশটা যেন নেদারল্যান্ডসের জন্যই। স্কালোনি বলেন, আমরা কঠিন এক প্রতিপক্ষের মুখোমুখি হব। ভালো খেলার আশা করছি। আমি চাই না তারা অতীতের ডাচ দলগুলোর মতো জ্বলে উঠুক। |