বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
পরাজয়ের বৃত্ত এড়িয়ে নক-আউট জিততে চায় ফ্রান্স-পোল্যান্ড
Published : Sunday, 4 December, 2022 at 6:00 AM, Count : 531

বর্তমান ডেস্ক: কাতার বিশ্বকাপের নক-আউট রাউন্ডের দ্বিতীয় দিনের খেলায় আজ মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। প্রতিপক্ষে ইউরোপের আরেক দেশ পোল্যান্ড। গ্রুপ পর্বে নিজেদের হেরে যাওয়া দুই দলই আজ মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে।

বাংলাদেশ সময় আজ রাত ৯টায় আল থুমামা স্টেডিয়ামে নক-আউটের লড়াইয়ে পোলিসদের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স।  

লেস ব্লুজরা গ্রুপ-ডি’র শীর্ষ দল হিসেবে নক আউট পর্বে উঠলেও আর্জেন্টিনার পর গ্রুপ-সি’র দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে এসেছে রবার্ট লেওয়ান্ডোভস্কির পোল্যান্ড। পোল্যান্ডের কোচ হিসেবে প্রথমবারের মত দলকে নক আউট পর্বে পৌঁছে দেওয়ার জন্য প্রশংসা পেতেই পারেন মিশিনিউইচ।

এদিকে, তিউনিসিয়ার বিপক্ষে ১-০ গোলের হার দিয়ে গ্রুপ পর্ব শেষ করা ফ্রান্সকে নিয়ে মোটেই চিন্তিত নন কোচ দিদিয়ের দেশ্যম। তবে সেই ম্যাচ থেকে একটি বিষয় নিশ্চিত হয়েছে বিশ্বকাপের মত আসরে বেঞ্চের খেলোয়াড়দের নিয়ে খেলতে নামলে তা যেকোন সময় ব্যুমেরাং হতে পারে।

আগেই নক আউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় শেষ ম্যাচে দেশ্যম দলের তারকা খেলোয়াড়  কিলিয়ান এমবাপ্পে, উসমানে ডেম্বেলে ও আঁতোয়ান গ্রীজম্যানকে বেঞ্চেই রেখেছিলেন। আর এই সুযোগ কাজে লাগিয়েই অল আউট ফুটবল খেলে স্মরণীয় এক জয় আদায় করে নিয়েছে তিউনিসিয়া। ৫৮ মিনিটে ওয়াহবি খাজরির গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল করে দেন রেফারি। গোল বাতিলের এই সিদ্ধান্ত নিয়ে ফিফার কাছে অভিযোগ করার ইঙ্গিত দিয়েছে ফ্রান্স। তবে পরাজয় সত্ত্বেও অস্ট্রেলিয়াকে গোল ব্যবধানে পিছনে ফেলে গ্রুপের শীর্ষস্থান ঠিকই ধরে রাখে ফরাসিরা।

১৯৯৮ ও ২০১৮ চ্যাম্পিয়ন দলটি এই নিয়ে প্রথমবারের মত টানা তিনটি আসরে নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো। লেস ব্লুজরা সর্বশেষ পাঁচ শেষ ষোলর ম্যাচেই জয়ী হয়ে শেষ আটের টিকিট পেয়েছে। তবে তিউনিসিয়ার কাছে হেরে বিশ্বকাপে টানা সাত জয় তুলে নিতে ব্যর্থ হয়েছে ফ্রান্স।

যদিও এবারের বিশ্বকাপে শট নেওয়ার ক্ষেত্রে প্রায়শই মনস্থির করতে না পারা পোল্যান্ডের বিরুদ্ধে দেশ্যমের দল আক্রমণভাগে এগিয়ে রয়েছে। পোলিশ গোলরক্ষক ওজিচে সেজেসনি শেষ ম্যাচে লিওনেল মেসির পেনাল্টি রুখে দিয়ে দারুন আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছেন। যদিও ম্যাচটিতে আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হেরেছে পোল্যান্ড। কিন্তু ব্যবধান আরও বেশি হলে তাদের সামনে বিদায়ের শঙ্কা ছিল। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার আর জুলিয়ান আলভারেজের দ্বিতীয়ার্ধের গোলে লা আলবিসেলেস্তেদের জয় নিশ্চিত হয়।

গ্রুপ-সি’র তিন ম্যাচ থেকে চার পয়েন্ট অর্জন করার পরও মেক্সিকোর সঙ্গে গোল ব্যবধানে এগিয়ে থেকে  দ্বিতীয় স্থান পেয়ে শেষ ষোল নিশ্চিত করে পোল্যান্ড। ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপের পর এই প্রথমবারের মত পোল্যান্ড নক আউট পর্বে খেলতে যাচ্ছে।

এবারের আসরে মিশিনিউইজের দলের শ্যুটিং নিয়ে দ্বিধার বিষয়টি সকলের চোখে পড়েছে। এ পর্যন্ত তিন ম্যাচে তারা টার্গেটে মাত্র পাঁচটি শট নিয়েছে। এর মধ্যে দুটি ছিল সৌদি আরবের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয়ের দিনে।

৪০ বছর আগে সর্বশেষ ১৯৮২ সালে একটি প্রীতি ম্যাচে  পোল্যান্ডের কাছে পরাজিত হয়েছিল ফ্রান্স।  ম্যাচটিতে ৪-০ গোলে জয়ী হয়েছিল পোলিশরা। কিন্তু এরপর টানা সাত ম্যাচে তাদের বিরুদ্ধে অপরাজিত ছিলো লেস ব্লুজরা। সর্বশেষ ২০১১ সালে প্রীতি ম্যাচে ফ্রান্স ১-০ গোলে জয়ী হয়েছিল।

আজকের ম্যাচের জন্য ফরাসি বস দেশ্যম পুরো ফিট একটি স্কোয়াড হাতে পাচ্ছেন। গোলরক্ষক আলফোনসো অ্যারিওলা পিঠের ইনজুরি কাটিয়ে তিউনিসিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। গোঁড়ালির ইনজুরিতে থাকা থিও হার্নান্দেজেরও ম্যাচের আগে পুরো ফিট হওয়ার আশা করা হচ্ছে। তিউনিসিয়ার সাথে মূল দলে না খেলা এমবাপ্পে, গ্রীজম্যান, ডেম্বলে ও অলিভার জিরুদ ফিরবেন নক-আউটের ম্যাচে। মধ্যমাঠে জর্ডান ভেরেটুট ও ইউসুফ ফোফানার জায়গায় অরিলিয়েন চুয়ামেনি ও আদ্রিয়্যান র‍্যাবিওটের ফেরার সম্ভাবনা বেশি।

এদিকে আজকের নক-আউট ম্যাচকে সামনে রেখে পূর্ণশক্তির দলই হাতে পাচ্ছে পোল্যান্ড। আর্জেন্টিনার বিরুদ্ধে প্রিজিমিসল ফ্রাঙ্কোভস্কি ও ক্যারল সুইডারিস্কিকে বেঞ্চে রেখেছিলেন কোচ। তবে নক-আউটের ম্যাচে ক্যারলের একাদশে ফেরা প্রায় নিশ্চিত। রবার্ট লেওয়ান্ডোভস্কি ও ক্যারলের সঙ্গে তৃতীয় উইঙ্গার হিসেবে আরকাদিয়াস মিলিক অথবা ক্রিস্টোফ পিয়াটেকের যেকোন একজন সুযোগ পেতে পারে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft