শিরোনাম: |
আরো একটি কঠিন ম্যাচের অপেক্ষাই: মেসি
|
বর্তমান ডেস্ক: শনিবার (৩ ডিসেম্বর) রাতে কাতারের আহমদ বিন আলি স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। গোটা ম্যাচে দুর্দান্ত ছন্দ দেখানো মেসি ৩৫তম মিনিটে দলকে লিড এনে দেন। দ্বিতীয় গোলটি জুলিয়ান আলভারেজের। ৫৭তম মিনিটে সকারু গোলরক্ষক ম্যাথিউ রায়ানের ভুলের সুযোগ নিয়ে লক্ষ্যভেদ করেন ম্যানচেস্টার সিটি তারকা। শেষ আটে আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ডাচদের নিয়ে সতর্ক অধিনায়ক মেসি। মানবজমিন
ম্যাচজুড়ে দাপট দেখালেও শেষে অস্ট্রেলিয়াও আক্রমণাত্মক খেলতে শুরু করে। অন্যদিকে আর্জেন্টিনার লাউতারো মার্টিনেজ একাধিক সুযোগ মিস করেন। মেসি মনে করেন, সুযোগগুলো কাজে লাগাতে পারলে এতোটা চাপে পড়তে হত না। ম্যাচশেষে তিনি বলেন, খেলা আমাদের নিয়ন্ত্রণে ছিল। ম্যাচটাকে আগেই শেষ করে দিতে পারতাম। তারা একটা গোল পেয়ে গিয়েছিল, যেটা হতেই পারে। শেষ দিকে আক্রমণ করা শুরু করেছিল তারা। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই জয়ে আরো এক ধাপ সামনে এগিয়ে গেলাম। এখন আরেকটি কঠিন ম্যাচ আসছে। প্রথম রাউন্ড শেষে অস্ট্রেলিয়া ম্যাচের আগে মাত্র দুই দিন সময় পেয়েছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি এমন ঠাসা সূচির সমালোচনা করেছিলেন। এবার মেসির মুখেও শোনা গেলো সেই কথা। আর্জেন্টিনা অধিনায়ক বলেন, এই ম্যাচটা কঠিন ছিল, কঠিন একটি দিন শেষ হলো। ম্যাচের আগে বিশ্রামের জন্য আমরা খুব কম সময় পেয়েছি। আমরা ক্লান্ত ছিলাম। |