মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১
নক আউটে যাদের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল
Published : Tuesday, 29 November, 2022 at 6:00 AM, Count : 189

বর্তমান ডেস্ক: সুইজারল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই কাতার বিশ্বকাপের শেষ ষোল নিশ্চিত করেছে ফেভারিট ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে লড়বে ব্রাজিল। ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসাবে রাউন্ড অব সিক্সটিনে পা রেখেছে ব্রাজিল। তাইতো আলোচনা শুরু হয়েগেছে, শেষ ষোলতে ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী কোন দল?

সূচি অনুযায়ী, গ্রুপ চ্যাম্পিয়ন নাকি রানার আপ দল হিসাবে পরের রাউন্ডে যাবে, তার উপরই নক আউটের সূচি নির্ভর করছে সেলেসাওদের।

ব্রাজিল অবস্থান করছে গ্রুপ জি-তে। শীর্ষে থেকে শেষ করলে তারা ‘এইচ’ গ্রুপের রানার্সের বিপক্ষে খেলবে, আগামী ৫ ডিসেম্বরে।

সোমবার রাতে পর্তুগাল জেতার পর গ্রুপ এইচ-এর প্রথম স্থান পাওয়া দল হিসাবে তাদের থাকা প্রায় নিশ্চিত। দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে যেতে পারে উরুগুয়ে বা ঘানা। এই দল শেষ দুই ম্যাচ খেলবে। যেহেতু তারা আগের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে। তবে উরুগুয়ের কাছে মাত্র এক পয়েন্ট থাকায় তাদের জিততেই হবে।

ব্রাজিল যদি ক্যামেরুনের বিপক্ষে হারে এবং সুইজারল্যান্ড যদি বড় ব্যবধানে সার্বিয়াকে হারায়, তাহলে ব্রাজিল হবে গ্রুপের দ্বিতীয়।
সেক্ষেত্রে তাদের ‘এইচ’ গ্রুপের বিজয়ী দলের বিরুদ্ধে খেলতে হবে। সূচি অনুযায়ী সেই খেলা ৬ ডিসেম্বর। তখন প্রায় নিশ্চিত যে পর্তুগালের সামনেই পড়তে পারেন নেইমাররা। যদি তারা ‘এইচ’ গ্রুপে বিজয়ী দল হয়। কিন্তু ঘানার সঙ্গে ম্যাচ থাকলে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষকে পাবেন নেইমাররা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft