শিরোনাম: |
আন্তর্জাতিক গণমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের উম্মাদনা
|
বর্তমান ডেস্ক: যে দল জিতবে তারই শেষ ষোলোতে যাবে। এমন সমীকরণে মুখোমুখি হয় ব্রাজিল ও সুইজারল্যান্ড। শেষ পর্যন্ত সুইসদের ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে প্রি-কোয়ার্টারে পৌঁছে সেলেসাওরা। নেইমারবিহীন এই জয়ের পর সারা বিশ্বে ব্রাজিল সমর্থকরা আনন্দের জোয়ারে ভাসছেন। বাংলাদেশের ব্রাজিল ভক্তদের মনেও আনন্দের জোয়ার। গভীর রাতেই রাস্তায় মিছিল বের করেন সেলেসাও সমর্থকরা।
বাংলাদেশে ব্রাজিল ভক্তদের সংখ্যাটা নেহাত কম নয়। এশিয়ার মধ্যে বাংলাদেশ ফুটবল পাগল দেশ। আর তাই সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করলেন বাংলাদেশের সমর্থকরা। সেই উচ্ছ্বাসের আওয়াজ পৌঁছে গেছে আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে। অন্যান্য ম্যাচগুলোর মতো আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় দেখা হয় ব্রাজিল ও সুইজ্যারল্যান্ড ম্যাচটি। ওই সময়কার একটি ছবি নিজেদের ওয়েবসাইটে ব্যবহার করেছে দ্য গার্ডিয়ান। রয়টার্সের সূত্র দেয়া এবং মোহাম্মদ পনির হোসেনের তোলা ওই ছবির ক্যাপশনে দ্য গার্ডিয়ান লেখে, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ম্যাচটি দেখার জন্য পুরনো ভিড়। এর আগে আর্জেন্টাইন ভক্তদের উচ্ছ্বাসের একটি ভিডিও টুইটারে পোস্ট ফিফাসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। |