শিরোনাম: |
ব্রাজিল ভক্ত পাপন বললেন আর্জেন্টিনা সাংঘাতিক
|
বর্তমান ডেস্ক: চলতি কাতার বিশ্বকাপের ফুটবল উন্মাদনার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন আর্জেন্টিনা সাংঘাতিক দল। যদিও তিনি ব্রাজিল সমর্থক তবুও লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলাও তার পছন্দ। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিএলের ফাইনাল খেলা দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন বিসিবির প্রধান।
পাপন বিশ্বচ্যাম্পিয়ন দল ব্রাজিলের সমর্থক হলেও আর্জেন্টিনার প্রশংসায় পঞ্চমুখ। জানালেন, আর্জেন্টাইন দল সাংঘাতিক। পাপন বলেন, ‘আর্জেন্টিনা অবশ্যই সাংঘাতি, এক মেসিই তো যথেষ্ট। সমস্যা হচ্ছে এক মেসিকে দিয়ে দল চালানো কঠিন। ওদের অন্য কাউকে তেমন চোখে পড়েনি। অবশ্যই মেসি সেরা, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমি ওর ভক্ত। রোনালদোকেও আমি খুব পছন্দ করি।’ তিনি আরো বলেন, ‘ এবার একটা খেলাও মিস করিনি। যখন বুঝতে শুরু করলাম, সবাই বলে ব্রাজিল। তাই আমিও ব্রাজিল করতাম। ব্রাজিল যেহেতু আমার দল, তাদের তো সমর্থন দেবোই। এছাড়া আমার ফ্রান্সের খেলাও ভালো লেগেছে।’ |