মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
একে অপরেকে ছাড়ানোর লড়াইয়ে নামছে ক্যামেরুন-সার্বিয়া
Published : Monday, 28 November, 2022 at 6:00 AM, Update: 28.11.2022 3:28:24 PM, Count : 266

বর্তমান ডেস্ক: কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে হেরে গ্রুপ-জি’র নিচের দুই দল ক্যামেরুন ও সার্বিয়া মুখোমুখি হবে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াইয়ে।

গত বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকার সিংহ ক্যামেরুন ১-০ গোলে  হারে সুইজারল্যান্ডের কাছে। অন্যদিকে ফেবারিট ব্রাজিলের কাছে ২-০ গোলের পরাজয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে সার্বিয়া। আজকের ম্যাচটি উভয় দলের জন্য ডু অর ডাই ম্যাচ।

যদিও দুটি দলই প্রথম ম্যাচে হাই-র‍্যাংক দলের মোকাবেলা করেছে,  নিজেদের হয়তো সেভাবে গুছিয়ে নিতে পারেনি তারা। সুইজারল্যান্ডের বিরুদ্ধে পরাজয়ে ২০০২ সালের পর পশ্চিম আফ্রিকান দেশ ক্যামেরুন এখনও বিশ্বকাপের মূল পর্বে জয়ের সন্ধানে রয়েছে।

ক্যামেরুনিয়ান ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি স্যামুয়েল ইতো বিশ্বকাপে সর্বশেষ জয়ী দলটির সদস্য ছিলেন। কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচসহ এই নিয়ে টানা আট ম্যাচে হেরেছে ক্যামেরুন।

এদিকে, লুসাইল আইকনিক স্টেডিয়ামে ব্রাজিলের বিরুদ্ধে আন্ডারডগ সার্বিয়া নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে দুই দল যখন মুখোমুখি হয়েছিল একই ফল হয়েছিলো।

দ্বিতীয়ার্ধের দুই গোলে ব্রাজিলের জয় নিশ্চি হয়,রিচার্লিসনের করা দলের দ্বিতীয় গোলটি এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা গোল হিসেবে বিবেচিত হচ্ছে।

ম্যাচ শেষে সার্বিয়ান কোচ ড্রাগান স্টোয়কোভিচ স্বীকার করেছেন খেলোয়াড়দের ফিটনেসের অভাব ছিল। আর সে কারণেই ব্রাজিলের মত দলের বিপক্ষে কোন ধরনের প্রতিরোধই তারা গড়তে পারেনি।

এর আগেও তিনটি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে সার্বিয়াকে। এই নিয়ে শেষ ১০টি বিশ্বকাপ ম্যাচের আটটিতেই হেরেছে তারা। কোন ইউরোপীয়ান দেশ হিসেবে যা সর্বোচ্চ।

যদিও বাছাইপর্বে পর্তুগালের মত দলকে টপকে শীর্ষ স্থান লাভ করেছিল সার্বিয়া। এছাড়াও স্টোয়কোভিচের দল এবার ন্যাশনস লিগের শীর্ষ টায়ারেও উন্নীত হয়ছে। তাদের আক্রমণভাগ ছিল দুর্দান্ত। ক্যামেরুনর বিপক্ষে তাই কিছুটা হলেও ফেবারিট হিসেবেই মাঠে নামবে সার্বিয়ান ঈগলসরা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft