শিরোনাম: |
কনসার্টে অরিজিতকে কাছ থেকে দেখতে হলে গুনতে হবে ১৬ লাখ টাকা
|
বর্তমান ডেস্ক: বর্তমানে ভারতের সবচেয়ে জনপ্রিয় গায়কদের একজন অরিজিৎ সিং। আর এই শিল্পী যদি লাইভ কনসার্ট করেন, তা দেখতে যাওয়ার জন্যও সবাই হুমড়ি খেয়ে পড়বে, এটাই স্বাভাবিক।
আগামী জানুয়ারিতে পুণের 'দ্য মিলস'-এ লাইভ কনসার্টে গাইবেন অরিজিৎ সিং। আর সেখানেই টিকিটের দাম কত হতে চলেছে, তা নিয়ে রীতিমতো উত্তেজনা চলছে। শুধু উত্তেজনাই নয়, অরিজিতের এই অনুষ্ঠানে প্রিমিয়ম লাউঞ্জে টিকিটের দাম দেখে রীতিমতো রেগে গিয়েছেন বহু অনুরাগী। কত দাম রাখা হয়েছে টিকিটের? তবে দামের আগে বলে দেওয়া যাক, এই প্রিমিয়ম লাউঞ্জে কী কী পরিষেবা পাওয়া যাবে। এখানে থাকছে মাত্র ৪০টি আসন! সেখানে থাকছে পছন্দের পানীয়। বিভিন্ন ধরনের খাবার। স্টার্টার্স, মেইন কোর্স থেকে শুরু করে শেষ পাওয়া যাবে ডেজার্ট। এই প্রিমিয়ম লাউঞ্জের টিকিট নিয়ে তাই গোড়া থেকেই আগ্রহ তৈরি হয়েছিল অনুরাগী মহলে। কিন্তু টিকিট কাটতে গিয়ে অনেকেরই মাথায় হাত! এতো দাম! কত দাম রাখা হয়েছে জানেন? যত দূর জানা গিয়েছে, প্রিমিয়ম লাউঞ্জে টিকিটের দাম রাখা হয়েছে ১৬ লাখ টাকা। দাঁড়িয়ে গান শোনার ব্যবস্থাও থাকছে এখানে। সেখানে ৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে টিকিটের দাম। |