রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১
আগামী ৫ বছরের জন্য আরব আমিরাতের সব স্টেডিয়াম আফগানদের
Published : Sunday, 27 November, 2022 at 6:00 AM, Count : 186

বর্তমান ডেস্ক: আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ও আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) রোববার (২৭ নভেম্বর) নিজেদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী আগামী ৫ বছরের জন্য আরব আমিরাতের সব স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করতে পারবে রশিদ খান-মোহাম্মদ নবীরা। মূলত অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের কারণে অন্য দলগুলো আফগানিস্তানে ম্যাচ খেলা বিপজ্জনক বলে মনে করে। নিরাপত্তা ইস্যুতে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন নিয়ে তাই বেশ ঝামেলার মধ্যে ছিল এসিবি। এ কারণে বিকল্প ভেন্যু হিসেবে তারা আরব আমিরাতকে বেছে নিয়েছে।

তাতে অবশ্য লাভটা হয়েছে রশিদ খানদেরই। দুবাই, আবুধাবি ও শারজার মতো অত্যাধুনিক আন্তর্জাতিক স্টেডিয়ামকে ব্যবহার করে এখন তারা যেকোনো দলের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে পারবেন।

এর আগে পাকিস্তান যখন নিরাপত্তা ইস্যুতে নিজ দেশে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে পারেনি, তখন তারা আরব আমিরাতের স্টেডিয়ামকে নিজেদের ভেন্যু হিসেবে ব্যবহার করেছিল। একই পথে হাঁটছে আফগানিস্তানও।

এসিবির নির্বাহী কর্মকর্তা হাসিব খান এই চুক্তিতে আফগানিস্তান ও আরব আমিরাত দুই দেশেরই লাভ দেখছেন। তাছাড়া এ দুই দলের মধ্যে এখন থেকে নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের ব্যাপারেও আশাবাদী তিনি।

এ বিষয়ে ইসিবির পক্ষ থেকে বলা হয়, ‘আফগানিস্তান প্রতি বছর আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-২০ সিরিজ খেলবে। বিনিময়ে এসিবিকে ভিসা, অফিসের জন্য জায়গাসহ সব ধরনের রসদ দিয়ে সহযোগিতা করবে তারা।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft