শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১
যে একাদশে মাঠে নামতে পারে বেলজিয়াম-মরক্কো
Published : Sunday, 27 November, 2022 at 6:00 AM, Count : 184

বর্তমান ডেস্ক: কাতার বিশ্বকাপে আজ মাঠে নামছে 'এফ' গ্রুপের দুই দল বেলজিয়াম ও মরক্কো। নিজেদের প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে জয় পাওয়ায় সুবিধাজনক অবস্থানে রয়েছে বেলজিয়াম। অন্যদিকে প্রথম ম্যাচে ড্রয়ে কিছুটা চাপে রয়েছে মরক্কো। নকআউট পর্বে জায়গা করে নিতে মরক্কোর সামনে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। তবে এই ম্যাচে কাগজে-কলমে এগিয়ে রয়েছে বেলজিয়মাই। এই ম্যাচ জেতার জন্য নিজেদের একাদশে কয়েকটা পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে মরক্কো। প্রথম ম্যাচে জয় পাওয়ায় অপরিবর্তিত একাদশ নিয়েই হয়তো মাঠে নামবে বেলজিয়াম।

তবে বেলজিয়ামের জন্য দুঃসংবাদ হলো, এই ম্যাচেও তারা রোমেলু লুকাকুকে পাচ্ছে না। এই ম্যাচে ৩-৪-২-১ ফরমেশনে খেলতে পারে বেলিজিয়ানরা। তাই দলকে এগিয়ে নেওয়ার গুরুদায়িত্ব সামলাবেন হ্যাজার্ড-ডি ব্রুইনারা। তাদের সঙ্গ দেবেন প্রথম ম্যাচে গোল করা মিচি বাতশুয়াইয়ে।

অন্যদিকে মরক্কো নামতে পারে ৪-৩-৩ ফর্মেশনে। সেক্ষেত্রে মাঝমাঠে দেখা যাবে হাকিম জিয়েশ, আশরাফ হাকিমিকে। এ ছাড়া নিখুঁত ফিনিশিংয়ে ভূমিকা রাখতে পারেন ইউসেফ এন-নেসিরি-সোফিয়ান বোফাল।

সম্ভাব্য একাদশ
বেলজিয়াম (৩-৪-২-১)
থিবো কর্তোয়া (গোলরক্ষক), ইয়ান ভেরটনগেন, টবি অ্যাল্ডারভেইরাল্ড, লিয়েন্ডার ডেনডনকার, থমাস মুনিয়ের, আমাডু ওনানা, অ্যালেক্স ভিটসেল, কাস্টাগনে, কেভিন ডি-ব্রুইনা, এডেন হ্যাজার্ড, মিচি বাতশুয়াই

মরক্কো (৪-৩-৩)
ইয়াসির বুনো (গোলরক্ষক), নায়েফ আগুয়ের্ড, আশরাফ হাকিমি, ইয়াহিয়া আত্তিয়াত আল্লাহ, রোমেন সাইস, সেলিম আমাল্লাহ, সোফিয়ান আমরাবাত, আজজেদিন ওনাহি, সোফিয়ান বোফাল, ইউসুফ এন-নেসিরি, হাকিম জিয়েশ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft