শিরোনাম: |
ব্রাজিলের হয়েই পুনর্জন্ম চান নেইমার
|
বর্তমান ডেস্ক: ইনজুরি যখন একজন খেলোয়াড়ের নিত্যসঙ্গী হয়ে যায় তখন তার পক্ষে আত্মবিশ্বাস ধরে রেখে দলের দায়িত্বভার সামলানো খুবই কঠিন হয়ে পড়ে। আর সেই কঠিন মুহূর্তের সামনে দাঁড়িয়ে আবারো ইনজুরিতে পড়া ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার স্বীকার করেছেন ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় তিনি অতিবাহিত করছেন। গোঁড়ালির ইনজুরির কারণে যার বিশকাপে খেলাই এখন অনিশ্চিত হয়ে পড়েছে। বিশকাপের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে সেই ইনজুরি কাল হয়ে দাঁড়ালোর নেইমারের জন্য। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে আর তার খেলা হচ্ছেনা, নিশ্চিত। পরবর্তীতে পরিস্থিতি সাপেক্ষে পরের ম্যাচগুলোর ভাগ্য নির্ধারিত হবে। সার্বিয়ান ডিফেন্ডার নিকোলা মিলেনকোভিচের বাজে একটি ট্যাকেলে নেইমার ডান গোঁড়ালির ইনজুরিতে পড়ে ৮০ মিনিটে মাঠ ত্যাগ করেন। মাঠ থেকে বেরিয়ে ডাগ আউটে নেইমারকে বেশ আবেগী মনে হয়েছে। ইনজুরির প্রায় ২৪ ঘন্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগী পোস্টে নেইমার লিখেছেন, ‘এই জার্সিটি পড়ে আমি যে গর্ব ও ভালবাসা অনুভব করি তা বর্ণনাতীত। যদি সৃষ্টিকর্তা আমাকে কোন একটি নির্দিষ্ট দেশ বেছে নিতে বলেন যেখানে আমি জন্মাতে চাই তবে আমি আবারো ব্রাজিলকেই বেছে নেব।’ ‘আমার জীবনে কোনো কিছু সহজে আসেনি। আমাকে সব সময় নিজের স্বপ্ন ও লক্ষ্যের পথে ছুটতে হয়েছে। আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি। আর আবারও এটি বিশ্বকাপে। হ্যাঁ, আমি চোটে পড়েছি।’ তবে চোটের কাছে হার মানতে নারাজ নেইমার। তিনি বলেছেন ‘এটা যন্ত্রণা দেবে, তবে আমি ফিরে আসতে পারব। কারণ, আমি নিজ দেশ, সতীর্থ এবং নিজেকে সাহায্য করতে সম্ভাব্য সবকিছু করব।’ |