বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ১৪ কার্তিক ১৪৩১
মুক্তি পেল ‘ভেড়িয়া, জেনে নিন প্রথম দিনের আয়
Published : Saturday, 26 November, 2022 at 6:00 AM, Count : 204

বর্তমান ডেস্ক: বরুণ ধাওয়ান অভিনীত বহুল প্রত্যাশিত চলচ্চিত্র ‘ভেড়িয়া, মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে ভারতে ৭.৪৮ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। অমর কৌশিক পরিচালিত সিনেমাটি এর প্রত্যাশা অনুযায়ী কম আয় করেছে বলেই ধারণা করছেন বাণিজ্য বিশ্লেষকরা। ‘ভেড়িয়া, আয়ের দিক থেকে ‘দৃশ্যম ২’ এর অষ্টম দিনের আয়কেও ছাড়াতে পারেনি।

শনিবার একটি প্রেস নোটে প্রোডাকশন ব্যানার জিও স্টুডিওস এবং ম্যাডক ফিল্মস সিনেমাটির প্রথম দিনের আয় উল্লেখ করে জানিয়েছে, “ভেদিয়া শুক্রবার (২৫ নভেম্বর) প্রথম দিনে বিশ্বব্যাপী ১২.০৬ কোটি রুপি আয় করেছে। শুক্রবার সকাল ও বিকালের শো কিছুটা দুর্বল হলেও সন্ধ্যা থেকে সিনেমাটির আয় উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে। ”

এদিকে শনিবার (২৬ নভেম্বর) সকালের শো ও বুকিং হিসেব করলে শুক্রবার সকালের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বৃদ্ধি পাচ্ছে ভেড়িয়া, যা সিনেমাটির বক্স অফিসের জন্য ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে। সিনেমা বিশ্লেষকদের মতে, শনিবার ও সাপ্তাহিক ছুটি রবিবারে সিনেমাটি একটি বড় চমক দেখাতে পারে। সিনেমাটির প্রথম দিনের আয় কম হলেও দর্শকদের পজিটিভ পর্যালোচনার কারণে এটি ভালো ব্যবসা করবে।

‘ভেড়িয়া’ একটি কাল্পনিক গল্পে নির্মিত চলচ্চিত্র। সিনেমার প্রধান চরিত্র ভাস্করকে (বরুণ ধাওয়ান) নেকড়ে কামড়ানোর পর প্রতি পূর্ণিমার রাতে নেকড়েতে রূপান্তরিত হয় ভাস্কর। এমনই চমকপ্রদ গল্পে নির্মিত ভেড়িয়াতে বরুণ ধাওয়ানের সঙ্গে আরো অভিনয় করেছেন কৃতি শ্যানন, দীপক ডোবরিয়াল এবং অভিষেক ব্যানার্জি। হরর-কমেডি সিনেমাটি প্রযোজনা করেছেন দিনেশ ভিজান। এটি জিও স্টুডিও এবং ভিজানের ম্যাডক ফিল্মস এর যৌথ প্রযোজনা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft