শিরোনাম: |
সর্বশেষ ১০ বিশ্বকাপে প্রথম ম্যাচ হারেনি ব্রাজিল
|
বর্তমান ডেস্ক: কাতার বিশ্বকাপে আজ মাঠে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ সার্বিয়া। এই ম্যাচ দিয়েই বিশ্বকাপে যাত্রা শুরু হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ‘জি’ গ্রুপে ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ হলো সুইজারল্যান্ড ও ক্যামেরুন।
২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপজয়ী ব্রাজিল প্রতি আসরেই ফেভারিট থাকে। এবারের দলটি দুর্দান্ত হওয়ায় প্রত্যাশা আরো বেশি। গত ১০টি বিশ্বকাপ পর্যালোচনা করে দেখা যায়, ব্রাজিল কখনো প্রথম ম্যাচ হারেনি। ১৯৮২ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে ২-১ গোলে হারিয়েছিল ব্রাজিল। ১৯৮৬ বিশ্বকাপে স্পেনকে হারিয়েছিল ১-০ গোলে। ওই আসরে তারা বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে। আর ঐতিহাসিক ফাইনালে শিরোপা জিতে নেয় দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা। ১৯৯০ ইতালি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইডেনকে ২-১ গোলে উড়িয়ে দেন দুঙ্গা, তাফারেল, মুলাররা। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ব্রাজিল নিজেদের চতুর্থ শিরোপা জিতে নেয়। প্রথম ম্যাচে ২-০ গোলে তারা হারিয়েছিল রাশিয়াকে। ব্রাজিলের চিরকালীন দুঃখ ১৯৯৮ বিশ্বকাপ। ফাইনালে ফ্রান্সের কাছে হেরে যাওয়া ব্রাজিল প্রথম ম্যাচটি জিতেছিল ২-১ ব্যবধানে। প্রতিপক্ষ ছিল স্কটল্যান্ড। ২০০২ বিশ্বকাপে পঞ্চম তথা সর্বশেষ শিরোপা জিতে ব্রাজিল। ওই আসরে নিজেদের প্রথম ম্যাচে তারা হারিয়ে দেয় ২-১ গোলে হারিয়েছিল তুরস্ককে। ২০০৬ জার্মানি বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতেছিল ব্রাজিল। ২০১০ বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ ছিল উত্তর কোরিয়ার বিপক্ষে। ম্যাচটি ব্রাজিল জিতেছিল ২-১ গোলে। ঘরের মাঠে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলে জিতেছিল ব্রাজিল। একমাত্র আত্মঘাতী গোল করেছিলেন মার্সেলো। গত রাশিয়া বিশ্বকাপে প্রথম ম্যাচে জয়রথ থামে ব্রাজিলের। সুইজারল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচ ড্র হয়েছিল। আজ সার্বিয়ার বিপক্ষে জয় দিয়ে শুরু করবে ব্রাজিল? |