শিরোনাম: |
নোরা ফাতেহিকে ঢাকায় আনতে গিয়ে মামলার কবলে রাজু!
|
বর্তমান ডেস্ক: বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে বাংলাদেশে আনতে গিয়ে বিপাকে পড়েছেন শাহজাহান ভূঁইয়া রাজু। তিনি একটি ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। নোরার বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে উইমেন লিডারশিপ করপোরেশনের সভাপতি ইশরাত জাহান মারিয়ার দায়ের করা ‘মিথ্যা মামলা’ ও সম্মানহানির প্রতিবাদ জানিয়েছেন রাজু।
সম্প্রতি ঢাকায় এক সংবাদ সম্মেলনে রাজু বলেন, ‘বিদেশি শিল্পী নোরা ফাতেহিকে নিয়ে গত ৯ সেপ্টেম্বর মিরর গ্রুপের একটি অনুষ্ঠান আয়োজন করার কথা ছিল। ওই সময়ে দেশে বিদ্যমান ডলার সংকটের কারণ দেখিয়ে সংস্কৃতি মন্ত্রণালয় তার আগমনের অনুমতি দেয়নি। সরকারের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে মিরর গ্রুপ নোরা ফাতেহিকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন থেকে সরে আসে এবং পাওনা টাকা ফেরত চেয়ে নোরা ফাতেহিকে লিগ্যাল নোটিশ পাঠায়। মিরর গ্রুপের চুক্তি বহাল জেনেও ইশরাত জাহান মারিয়া ১৮ নভেম্বর নোরা ফাতেহিকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেন। ’ নোরা ফাতেহির অনুষ্ঠানে অ্যাওয়ার্ড ও টিকিট বিক্রির সঙ্গে মিরর গ্রুপের কেউ-ই জড়িত না মন্তব্য করে রাজু বলেন, ‘আপনারা ইতোমধ্যে জানতে পেরেছেন—নোরা ফাতেহির বাংলাদেশে আগমনের অনুমতি ছিল ডকুমেন্টারি শুটিংয়ের। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাসিক মিরর ম্যাগাজিনের মার্কেটিং এক্সিকিউটিভ রাফি সাহিন, মার্কেটিং অফিসার মো. আরিফ হোসাইন প্রমুখ। |