শিরোনাম: |
সার্বিয়ার অনুশীলনে ড্রোন উড়িয়ে 'গোয়েন্দাগিরি' করেছে ব্রাজিল?
|
বর্তমান ডেস্ক: বড় টুর্নামেন্ট ঘিরে কত গুজবই তো ছড়ায়। ব্রাজিল-সার্বিয়া ম্যাচ সামনে রেখেও কাতার বিশ্বকাপে গুজব ছড়িয়ে পড়ল! অনলাইনে এবং অফলাইনে খবর ছড়িয়ে পড়ে যে, ব্রাজিল না কি সার্বিয়ার অনুশীলন মাঠে ড্রোন উড়িয়ে গোয়েন্দাগিরি চালাচ্ছে! ড্রোনের মাধ্যমেই তাদের কৌশল জেনে নিচ্ছেন তিতে! কিন্তু খবরটি কতটা সত্যি আর কতটা গুজব? জবাবটা দিয়েছেন সার্বিয়ান কোচ স্তয়কোভিচ। এমন কিছুর আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, 'ব্রাজিল কেন আমাদের ওপর ড্রোন উড়িয়ে গোয়েন্দাগিরি চালাবে? তাদের এসবের প্রয়োজন নেই। ব্রাজিল ফুটবলের সুপার পাওয়ার।আমরা এমন কিছু নই, যে তাদের ড্রোন উড়িয়ে কৌশল বুঝতে হবে। আমি মনে করি এটা পুরোপুরি ভুল একটা খবর, গুজব। এটা যদি সত্যও হয়, ব্রাজিল যদি সত্যি সত্যিই ড্রোন ওড়ায়, তাহলে আমি মনে করি, তাদের বিশেষ কিছু খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম। ' |