শিরোনাম: |
মাঠে নামার আগেই ব্রাজিলের একাদশ ফাঁস
|
বর্তমান ডেস্ক: বর্তমানে ফুটবল বিশ্বের এক নম্বর দল ব্রাজিল। কাতার বিশ্বকাপেও হেক্সে জয়ের মিশনে গিয়েছে তারা। বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার ধরা হচ্ছে তাদেরকে। পাঁচবারের চ্যাম্পিয়নদের নিয়ে সমর্থকদের মাঝে কৌতূহলের কমতি নেই। তবে সমর্থক তো দূরের কথা, সংবাদমাধ্যমও কৌতুহল মেটাতে পারছে না। ব্রাজিল কোচ তিতে দলকে অনুশীলন করাচ্ছেন একদম নীরবে নিভৃতে। রুটিন কিছু ছবি তোলা ও ভিডিও ফুটেজ ধারণ বাদ দিলে ব্রাজিলের অনুশীলনে ঝুলছে ‘প্রবেশ-নিষেধ’ ব্যানার। তিতের এই গোপনীয়তা রক্ষার কারণ তো সহজেই অনুমেয়। নিজের কৌশল রক্ষার্থেই এমন পথ বেছে নিয়েছেন সেলেসাও কোচ। তবে শেষ রক্ষা হলো না। তিতে ধরা খেলেন ব্রাজিলের টেলিভিশন চ্যানেল গ্লোবোর কাছে। নেইমারদের প্রথম ম্যাচের একাদশ ‘ফাঁস’ করে দিয়েছে তারা। তাদের প্রতিবেদন বলছে, আগামীকাল সার্বিয়ার বিপক্ষে প্রচলিত ধারার বাইরের একাদশ নামাবেন তিতে। যে একাদশে মূল মনোযোগ দেওয়া হয়েছে আক্রমণভাগে। প্রতিবেদনে দেখা গেছে, একজন সেন্ট্রাল মিডফিল্ডার কম খেলানোরও সিদ্ধান্ত নিয়েছেন তিতে। আক্রমণভাগে নেইমার ও রিচার্লিসনের দুই পাশে খেলবেন রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র। মিডফিল্ডার হিসেবে থাকবেন ফ্রেড এবং লুকাস পাকেতা। রক্ষণে থিয়াগো সিলভা, মার্কিনিওস, দানিলো এবং অ্যালেক্স সান্দ্রো। গোলপোস্টের নিচে অ্যালিসন। ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অভিযানে আসা ব্রাজিল সার্বিয়ার বিপক্ষে খেলবে আগামীকাল বাংলাদেশ সময় রাত ১টায়। ‘জি’ গ্রুপে নেইমারদের অপর দুই প্রতিপক্ষ ক্যামেরুন এবং সুইজারল্যান্ড। এখন দেখার বিষয়, ‘ফাঁস’ হওয়া দলটিই আগামীকাল প্রথম ম্যাচের শুরুর একাদশে থাকছে কি না। |