রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১
ইসরায়েল থেকে কাতারে প্রথম বাণিজ্যিক ফ্লাইট
Published : Wednesday, 23 November, 2022 at 6:00 AM, Count : 161

বর্তমান ডেস্ক: কাতারে আসন্ন বিশ্বকাপকে ঘিরে সারাসির প্রথম বাণিজ্যিক ফ্লাইট ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর তেল আবিব থেকে দোহা পর্যন্ত চালু হয়েছে। কাতার বলছে, ফুটবল ভক্তদের জন্য এমন সুযোগ তৈরি হলেও দুই দেশের মধ্যে কোনো সম্পর্ক নেই।

ইসরায়েল ও কাতারের মধ্যে প্রথম বাণিজ্যিক ফ্লাইট ফুটবল বিশ্বকাপের উদ্বোধনের আগে দোহায় অবতরণ করেছে। তবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ কাতারের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই।

রোববার (২০ নভেম্বর) ইসরায়েলের কূটনৈতিক অধিদফতরের প্রধান লিওর হায়াত জানান, তেল আবিব থেকে দোহায় সরাসরি প্রথম ফ্লাইট ইতিহাস হয়ে থাকবে। ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা 'ফিফা' বিশেষভাবে এই মাসে ফ্লাইটটি নিশ্চিত করেছে। এমনকি টুর্নামেন্ট চলাকালীন, সাইপ্রাস ভিত্তিক এয়ারওয়েজ মাসব্যাপী ফ্লাইট পরিচালনা করবে।

ফিফার মতে, ফিলিস্তিনি টিকিটধারী ও মিডিয়া ব্যক্তিরা নিষেধাজ্ঞা ছাড়াই এই চার্টার্ড ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন। ইসরায়েল-অধিকৃত গাজা উপত্যকার বাসিন্দাদের প্রবেশের অনুমতি দেওয়া হবে কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। ফিফা বলেছে যে এই পদক্ষেপ "ইসরায়েলের নিরাপত্তা প্রয়োজন" সাপেক্ষে হবে।

কাতার জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো পরিকল্পনা নেই। ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য ইসরায়েলও সমর্থন পেয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft