শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১
পুরুষ ও নারীর মাঝে প্রেম নেই, শুধু লালসা : নীনা গুপ্তা
Published : Tuesday, 22 November, 2022 at 6:00 AM, Count : 291

বর্তমান ডেস্ক: বলিউডে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী নীনা গুপ্তা। সম্প্রতি তাঁর সিনেমা ‘উচাই’ মুক্তি পেয়েছে। ‘গুডবাই’-এর পর এই বছরে এটি তাঁর দ্বিতীয় চলচ্চিত্র। দুটিই অমিতাভ বচ্চনের সঙ্গে। অভিনয়জীবন ছাড়াও মেয়ের প্রতি নীনার ভালোবাসা অপরিসীম।  বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তার মা তিনি।  সর্বশেষ এক সাক্ষাৎকারেও নীনা বলেছেন যে তিনি তাঁর মেয়ে মাসাবার জন্য যে ভালোবাসা অনুভব করেন, সেটি ছাড়া অন্য কোনো ভালোবাসায় তিনি বিশ্বাস করেন না। এমনকি পুরুষ ও নারীর প্রেম-ভালোবাসাকে লালসা হিসেবেই আখ্যা দিয়েছেন অভিনেত্রী।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ভিভ রিচার্ডস ও নীনার মেয়ে মাসাবা গুপ্তা। ভিভের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিবেক মেহরাকে বিয়ে করেছেন অভিনেত্রী। ২০০৮ সালে ৪৯ বছর বয়সে দ্বিতীয়বারের মতো গাঁটছড়া বাঁধেন নীনা।

সম্প্রতি হিউম্যানস অব বোম্বের সঙ্গে একটি সাক্ষাৎকারে নিজের জীবনের ভালোবাসার বিষয়ে কথা বলেছেন নীনা। ৪৯ বছর বয়সে তাঁর জন্য ভালোবাসা কতটা আলাদা ছিল তা জানতে চাওয়া হলে নীনা বলেন, 'একজন পুরুষ এবং একজন নারীর মধ্যে প্রেম বলে কিছু আছে বলে আমি মনে করি না। এটি লালসা থেকে শুরু হয়। এরপর দুজনে যদি একসঙ্গে থাকে, তবে একে অপরের প্রতি স্নেহশীল হয়ে ওঠে এবং সেটি একটি অভ্যাসে পরিণত হয়। আমি শুধু মাসাবার জন্য ভালোবাসা অনুভব করেছি। মেয়ে ছাড়া আর কারো প্রতি ভালোবাসা অনুভব করি না। আমি জানি না অন্য লোকেরা অনুভব করতে পারে কি না, তবে আমি সেই ভালোবাসা বুঝি না। ’

অভিনেত্রী আরো বলেন, ‘প্রথমে কামনা দিয়ে শুরু হয় এটি। তারপর বিয়ে অথবা অন্য কোনো সিদ্ধান্ত। এসবে ভালোবাসা নেই। শুধু সন্তানের সঙ্গে ভালোবাসা অনুভব করেছি আমি। আমার স্বামীর জন্য আমি অনেক কিছু করব, অবশ্যই করব। কিন্তু আমি মাসাবার জন্য যেভাবে করব, আমার স্বামীর জন্য আমি সেভাবে কিছুই করব না। ’

নীনাকে সর্বশেষ দেখা গেছে অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমান ইরানি, পরিণীতি চোপড়া এবং সারিকা অভিনীত ‘উচাই’ চলচ্চিত্রে। সিনেমাটি মুক্তির পর থেকেই বেশ প্রশংসা কুড়িয়েছে। সামনে ‘গোয়ালিয়র’ চলচ্চিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। আগামী বছর মুক্তি পাবে সিনেমাটি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft