বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ১৯ অগ্রহায়ণ ১৪৩১
রাজ-মিম জুটিতে ভাঙনের সুর!
Published : Saturday, 19 November, 2022 at 6:00 AM, Count : 226

বর্তমান ডেস্ক: মুক্তিপ্রাপ্ত ‘পরাণ’, ‘হাওয়া’ ও ‘দামাল’ চলচ্চিত্রের দর্শকপ্রিয়তা দেখে অনেকের ধারণা জন্মেছে বাংলাদেশের চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়াচ্ছে। এ রকম গল্প নির্ভর ছবিতে দর্শক হলমুখী হচ্ছে। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া সামান্য কিছু স্পর্শকাতর বিষয় নিয়ে অনেক পরিচালক হতাশ হচ্ছেন।শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘পরাণ’ আর ‘দামাল’ দর্শকের মন জয় করে নিয়েছে নিঃসন্দেহে। এর বাস্তব প্রমাণ মেলে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহের চিত্র দেখে। তাদের দিকে তাকিয়ে শোবিজে অনেকেই স্বপ্ন দেখছেন নতুন এক জুটির। কিন্তু দু’জনের জুটি গড়ে ওঠার আগেই দেখা দিয়েছে ভাঙনের সুর। নির্মাতা আবু রায়হান জুয়েল তার ‘পথে হলো দেখা’ নতুন সিনেমায় মিমকে কাস্ট করেছেন। আর বিপরীতে তিনি শরিফুল রাজের কথা ভাবছেন।

কিন্তু সিনেমায় চুক্তিবদ্ধ হয়েও কাজটি করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন মিম। নির্মাতা আবু রায়হান জুয়েলের ভাষ্য, আমার নতুন সিনেমা ‘পথে হলো দেখা’। এতে মিমকে প্রায় এক বছর আগেই চুক্তিবদ্ধ করিয়েছি। রাজও স্ক্রিপ্ট দেখছেন। কিন্তু দু’দিন আগে মিমকে ফোন করলে তিনি জানান, সিনেমাটি তিনি করবেন না। তবে কেন করবেন না- তা বলেননি। ধারণা করা হচ্ছে, সম্প্রতি শরিফুল রাজের সঙ্গে জড়িয়ে বিদ্যা সিনহা মিমের বিরুদ্ধে অভিযোগ আনেন পরীমনি। এই নিয়ে শোবিজ পাড়া থেকে শুরু করে নেট দুনিয়ায় তুমুল আলোচনা-সমালোচনা হয়েছে। কথা রটে, শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মিম। আর স্বামী রাজের বিরুদ্ধে এমন অভিযোগ আনেন পরী নিজেই। হয়ত এসব কারণেই সিনেমাটি করবেন না মিম। এর আগে পরীমনিকে নিয়ে এই নির্মাতা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নির্মাণ করেন। মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমাতে পরীর বিপরীতে আছেন সিয়াম আহমেদ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft