শিরোনাম: |
সুবর্ণার ’পদ্ম পাতার জল’
|
বর্তমান ডেস্ক: চলতি সময়ের কণ্ঠশিলল্পী সুবর্ণা আক্তার আসছে 'পদ্ম পাতার জল' শিরোনামের একটি গানের মিউজ ভিডিও। এটি লিখেছেন মেহেদী হাসান লিমন। সুর এবং সংগীত পরিচালক এম এ রহমান।
বর্তমান সময়ে গতানুগতিক ধারার বাহিরে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের গানের মিউজিক ভিডিওটি প্রকাশ পেতে যাচ্ছে সিডি চয়েস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এ। অ্যারাবিয়ান মিউজিক অরেঞ্জমেন্ট এবং ফোক এই দুই সংমিশ্রনে একটু অপরুপ সৃষ্টিশীল কাজ হয়েছে বলে জানান শিল্পী। শিল্পী সুবর্ণা আক্তার বলেন, এই গানের শুধু অডিও ভার্সনটি আমরা প্রায় ১৭ দিন সময় নিয়ে বানিয়েছি এবং রহমান রাত দিন কষ্ট করেছে। সব চেয়ে মজার বিষয় হলো গানের ভিডিও কনসেপ্ট আমি এবং রহমান দুজন মিলে সাজিয়েছি যেখানে রাজস্থানি ধাঁচ আছে। ভিডিও তে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন আরো কিছু সহ শিল্পী। আমি এতোটুকু বলতে পারি গানের অডিও ভার্সন এবং মিউজিক ভিডিও দেখলে শ্রোতারা তাদের চোখ ফেরাতে পারবেন না। গানটি আজ রিলিজ হচ্ছে। |