শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪ ১১ পৌষ ১৪৩১
এগিয়ে শ্রীলঙ্কা, সাম্প্রতিক ফর্মে বাংলাদেশ
Published : Sunday, 24 October, 2021 at 6:00 AM, Count : 202

বর্তমান ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য সেমিফাইনাল খেলা। তবে সেই লক্ষ্য পূরণে দুর্গম পথই পাড়ি দিতে হবে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে। সুপার টুয়েলভে বেশ কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ-‘১’ এ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে লড়তে হবে টাইগারদের। বলাই বাহুল্য, স্বপ্নপূরণ বেশ কষ্টসাধ্য হবে বাংলাদেশের জন্য।

তবে ভালো শুরু বাংলাদেশকে রাখতে পারে কক্ষপথে। আর সেই শুরুটা পেতে আজ শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। একটা সময় বাংলাদেশকে বলে-কয়ে হারাত শ্রীলঙ্কা। তবে দিন বদলেছে। ওয়ানডে ফরম্যাটে তো বাংলাদেশ এখন ফেবারিট হিসেবে মাঠে নামে। টি-টোয়েন্টিতে দুদলের সাম্প্রতিক মোকাবিলার ফলও বলছে, লঙ্কানদের বিপক্ষে টাইগাররা আজ এগিয়ে থেকেই মাঠে নামবে। শেষ দুই ম্যাচেই বাংলাদেশের জয় অন্তত সে কথাই বলছে।

যদিও টি-টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি লড়াইয়ে এখনো অনেক পিছিয়ে আছে বাংলাদেশ। ১১ দেখায় লঙ্কানদের ৭ জয়ের বিপরীতে টাইগাররা হাসি মুখে মাঠ ছেড়েছে ৪বার। তবে জয়-পরাজয়ের সেই হিসাব দূরে রেখে দুই দলের আরও কিছু পরিসংখ্যান একটিবার দেখে নেয়া যাক:-

সর্বোচ্চ দলীয় সংগ্রহ
বাংলাদেশ: ২১৫/৫, কলম্বো ২০১৮
শ্রীলঙ্কা: ২১৪/৬, কলম্বো ২০১৮

সর্বনিম্ন দলীয় সংগ্রহ
বাংলাদেশ: ৮৩, জোহানেসবার্গ ২০০৭
শ্রীলঙ্কা: ১২৪, মিরপুর ২০১৬

সর্বোচ্চ রান

বাংলাদেশ: ২৬১, মাহমুদউল্লাহ রিয়াদ
শ্রীলঙ্কা: ৩৬৫, কুশল পেরেরা

সেরা ইনিংস
বাংলাদেশ: ৮০, সাব্বির রহমান
শ্রীলঙ্কা: ৭৭, কুশল পেরেরা

সর্বোচ্চ উইকেট
বাংলাদেশ: ১১, মোস্তাফিজুর রহমান
শ্রীলঙ্কা: ১১, লাসিথ মালিঙ্গা

সেরা বোলিং ফিগার
বাংলাদেশ: ৪/২১, মোস্তাফিজুর রহমান
শ্রীলঙ্কা: ৩/২০, লাসিথ মালিঙ্গা



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft